নজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের এক সভায় এই ব্যবস্থা নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশিদ জানান, রিজেন্ট বোর্ডের সভায় জানানো হয় – যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের এক সহকারী অধ্যাপকের একটি লেখা যবিপ্রবির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের এক সহযোগী অধ্যাপক নিজের নামে বাংলাদেশের দুটি পত্রিকায় প্রকাশ করেছেন বলে অভিযোগ উঠেছে।
তিনি জানান, ঘটনার গুরুত্ব বিবেচনা করে সভায় রিজেন্ট বোর্ডের সদস্য ও সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক ড. মো. সলিমুল্লাহকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটিকে এ ঘটনার সত্যতা যাচাই এবং এতে বিশ্ববিদ্যালয়ের কোনো মর্যাদা ক্ষুণ্ন হয়েছে কি না সেটি আমলে নিয়ে আগামী ২২ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রশাসনিক ভবনে রিজেন্ট বোর্ডের ৭০তম এই সভা অনুষ্ঠিত হয়।