শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীসহ দুজন নিহত হয়েছেন।
আজ শনিবার (৯ অক্টোবর) সকাল ৯টায় জাজিরার চৌকিদার কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালকিনি উপজেলার মইজ উদ্দিন বেপারীর ছেলে মো. ইয়াকুব (৫০) ও জাজিরার ছমিত খালাসির স্ত্রী বনাবিবি (৭০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভাড়ায়চালিত মোটরসাইকেলযোগে তিনজন মাওয়া থেকে শরীয়তপুর যাচ্ছিলেন। জাজিরার চৌকিদার কান্দি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এ সময় রাস্তার পাশে থাকা বনাবিবির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বনাবিবি ও ইয়াকুব বেপারী মারা যায়। স্থানীয়রা মোটরসাইকেল চালক ও অপর আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
জাজিরা থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে শরীয়তপুরে আসার পথে চৌকিদার কান্দি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বনাবিবি নামে এক বৃদ্ধার ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ও পথচারী নিহত হয়।