ঢাকা : সরকার মিয়ানমার থেকে ২ লাখ টন আতপ চাল আমদানি করবে। আজ বুধবার (৭ সেপ্টেম্বর)) কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
প্রতি টন ৪৬৫ ডলার দরে মিয়ানমার থেকে এ চাল আমদানি করা হবে।
সভায় ৪টি কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ ২ বছর বাড়ানো হয়েছে। এ সব কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৩০০ মেগাওয়াট।
এর আগে ভিয়েতনাম ও ভারত থেকে ৩ দশমিক ৩০ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেয়া হয়।