ঢাকা : মিশরীয় উড়োজাহাজ লিজ নেয়ার ঘটনায় বিভিন্ন অনিয়মের অভিযোগ পেয়ে বাংলাদেশ বিমানের জিএম আজরা নাসরিনসহ ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। সোমবার ওই চিঠিতে তাদের আগামী ১১ ও ১২ অক্টোবর দুদক অফিসে হাজির হতে বলা হয়েছে।
এ নিয়ে দুদকের উপপরিচালক সালাউদ্দিন এবং সহকারী পরিচালক জেসমিন আক্তারকে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দিয়ে দুই সদস্যের কমিটি গঠন করে দুদক। সোমবার দুপুরে এ কমিটি বিমান বাংলাদেশের কাছে প্রয়োজনীয় নথিপত্র তলব করে।
লিজের ঘটনা তদন্তের জন্য সংসদীয় কমিটি দুদকের কাছে সুপারিশ করেছে।
উল্লেখ্য, পাঁচ বছরের চুক্তিতে ২০১৪ সালে ইজিপ্ট (মিশর) এয়ার থেকে বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়ােজাহাজ দু’টি লিজ নেয় বিমান। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ফ্লাইট পরিচালনার পর একটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর দুই দফায় মিশর থেকে ভাড়ায় আনা হয় আরও দুটি ইঞ্জিন। সেগুলোও বিকল হয়ে গেলে যুক্তরাষ্ট্রে পাঠানো হয় মেরামতের জন্য। আর এই সব খরচ বহন করতে হয় বাংলাদেশ বিমানের। এ নিয়ে পাঁচ বছরে বাংলাদেশ বিমানের ক্ষতি হয় ১১শ’ কোটি টাকা।