শিরোনাম :
মামলা-নির্যাতন করে এই ফ্যাসিবাদী সরকারের শেষ রক্ষা হবে না: টুকু হত্যা মামলায় বাবা-ছেলেসহ এক পরিবারের ৭ জনের যাবজ্জীবন ভিসা নীতি বিএনপির ওপর চাপ তৈরি করেছে : তথ্যমন্ত্রী দেশে হাসপাতালে ভর্তি আরও ৭২ ডেঙ্গু রোগী জাতিসংঘে নিরাপত্তা বাহিনী নিয়োগে বাংলাদেশ শীর্ষে : পররাষ্ট্রমন্ত্রী প্রতি রাতে ক্ষুধা নিয়ে ঘুমান প্রায় ৮৩ কোটি মানুষ: এফএও নিপুণ রায়ের তিন মাসের আগাম জামিন বিএনপিকে চাপে রাখার কৌশল থেকে সরবে না আওয়ামী লীগ ‘ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ-শান্তিপূর্ণ বিশ্ব উপহার দেব’ তারেক-জোবায়দার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ‘শান্তিরক্ষা মিশনে মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশি সদস্যরা’ ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত ৯ম-১০ম শ্রেণি: রেজিস্ট্রেশন শুরু ১ জুন সৌদি পৌঁছেছেন সাড়ে ২৯ হাজার হজযাত্রী স্ত্রীকে গলা কেটে খুন, ৬ বছর পর গ্রেপ্তার স্বামী

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের পরাজয়

  • শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

স্পোর্টস ডেস্ক : টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচে ভালো শুরর পর হারের মুখ দেখল বাংলাদেশ ফুটবল দল। সাফ চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২-০ গোলে হারায় মালদ্বীপ। মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে স্বাগতিকেরা দুই গোল আদায় করে জয় তুলে নেয়।

৫৫ মিনিট হামজা মোহামেদ এগিয়ে দেন মালদ্বীপকে। ৭৪ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান আলি আসফাক। এই হারের ফলে তিন ম্যাচ খেলা বাংলাদেশ একটি করে জয়, ড্র ও হারে ৪ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের দুইয়ে রইল। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে এক ম্যাচ কম খেলা মালদ্বীপ।

দুই ম্যাচের দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে নেপাল আছে টেবিলের শীর্ষে। আর দুই ম্যাচের দুটিতেই ড্র করে ভারত টেবিলে চারে। ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আছে টেবিলের পাঁচে। শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে সাফে নিজেদের অভিযান শুরুর পর ভারতের সঙ্গে ১-১ ড্র করে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ে ৮২ ধাপ এগিয়ে থাকা ভারতকে দশজন নিয়েও রুখে দেওয়ার পর মালদ্বীপকে হারানোর স্বপ্ন ছিল জামাল ভূঁইয়াদের। কিন্তু সেই স্বপ্ন এদিন সত্যি হলো না।

সাফে বাংলাদেশ একবারই শিরোপা জিতেছে, সেটা ২০০৩ সালে। সেবার ফাইনালে মালদ্বীপকে হারিয়েই শিরোপায় হাত রেখেছিল বাংলাদেশ। এরপর দুই দল মোকাবিলা করেছে তিনবার। তিন ম্যাচেই বাংলাদেশের লজ্জাকর আত্মসমর্পণ।

২০১১ সাফে ৩-১, ২০১৫ সাফে একই ব্যবধানে হারার পর ২০১৬ সালে প্রীতি ম্যাচে চূড়ান্ত লজ্জা পেতে হয়। মালেতে ৫-০ গোলে হারে বাংলাদেশ। এই তালিকায় সর্বশেষ সংযোজন এদিনের ২-০ গোলে হার।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved