শিরোনাম :
ভিসানীতির পরোয়া করে না আওয়ামী লীগ : কাদের এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৯শ ছাড়াল বাংলাদেশে ভিসানীতিতে যুক্ত হবে গণমাধ্যমও : পিটার হাস শুধু আমেরিকা নয়, দেশের মানুষও আ.লীগ সরকারকে স্যাংশন দিয়েছে: ফখরুল ‘নির্বাচন ঘিরে সব পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি’ খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকেই বহন করতে হবে: যুবদল সভাপতি সূচকের সাথে কমেছে লেনদেনও ৩ সন্তানকে নিয়ে মায়ের বিষপান, সন্তানদের মৃত্যু ‘আদালতের অনুমতি ছাড়া বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়’ কোনো একটি নীতি নিয়ে পুলকিত হওয়ার কোনো কারণ নেই: তথ্যমন্ত্রী মার্কিন ভিসা নিষেধাজ্ঞা: দেশজুড়ে তোলপাড় ‘প্রেসক্রিপশন পয়েন্টে অভিযানের নেপথ্যে মন্ত্রীর ছেলে’ এলপিজির দাম বেশি নিলে প্রয়োজনে লাইসেন্স বাতিল খালেদা জিয়াকে বিদেশে নিতে নতুন আবেদন চাওয়া অমানবিক চমক আসছে গণপরিবহনে

ভোলায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩

  • শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

ভোলা : ভোলার দৌলতখানে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে মো. আব্দুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে দৌলতখান থানায় এক প্রেস ব্রিফিংয়ে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত খালেক উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চর শুভী গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য।

গ্রেফতাররা হলেন- মো. মোফাজ্জল পাটওয়ারি (৫৫), মো. ইকবাল হোসেন (৩৬) ও মো. রফিকুল ইসলাম (৩৫)। তারা দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল খালেকের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমি-জমার বিরোধ চলে আসছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে খালেক নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। দৌলতখান পৌর শহরের দক্ষিণ মাথায় পৌঁছালে তার পথরোধ করেন আসামিরা। তার ওপর এলোপাথাড়ি হামলা করা হয়।

এ সময় তিনি গুরুতর আহত হলে তাকে প্রথমে বাড়িতে নিয়ে আসা হয়। পরে গুরুতর অবস্থায় তাকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, নিহতের স্ত্রী নাসরিন বেগম বৃহস্পতিবার একটি হত্যা মামলা করেন। পরে ওই রাতে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেন।

তিনি আরও বলেন, আসামিদের আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved