ঢাকা : ফক্সকনের পর দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে ভারতে ১৪ সিরিজের আইফোন তৈরি শুরু করেছে তাইওয়ানিজ কোম্পানি পেগাট্রন।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাতে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
পেগাট্রন হলো অ্যাপলের চুক্তিভিত্তিক আইফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা এখন ভারতে আইফোন ১৪ সিরিজের আওতায় আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স তৈরি করছে।
এর আগে, সেপ্টেম্বরে ভারতে আইফোন ১৪ তৈরির কাজ শুরু করে ফক্সকন। পাশাপাশি দেশটিতে আগে থেকেই আইফোন এসই, আইফোন ১১, ১২ এবং ১৩ সিরিজের ফোন তৈরি করা হচ্ছে।
ফক্সকন, পেগাট্রন এবং উইস্টন করপোরেশনের মতো অ্যাপলের যতগুলো বড় তাইওয়ানিজ সরবরারহকারী প্রতিষ্ঠান আছে তারা সবাই ভারতে আইফোন তৈরি করছে। নরেন্দ্র মোদির আর্থিক প্রনোদনার কারণেই ভারতে আইফোন তৈরিতে প্রতিষ্ঠানগুলোর আগ্রহ তৈরি হয়েছে।
চীনে করোনাভাইরাসের কারণে কয়দিন পর পর বিভিন্ন এলাকায় লকডাউন ঘোষণা করা হয়। এর ফলে দেশটিতে উৎপাদন ব্যহত হচ্ছে। বুধবার চীনের ঝেংঝৌ প্রদেশের একটি বাণিজ্যিক এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়। ওই এলাকায় আইফোন তৈরির কারখানা রয়েছে। এসব কারণে বিশ্বের বড় কোম্পানিগুলো চীন থেকে মুখ ফিরিয়ে নিয়ে ভারত, মেক্সিকো এবং ভিয়েতনামের মতো দেশগুলোকে গুরুত্ব দিচ্ছে।