শিরোনাম :
ভিসানীতির পরোয়া করে না আওয়ামী লীগ : কাদের এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৯শ ছাড়াল বাংলাদেশে ভিসানীতিতে যুক্ত হবে গণমাধ্যমও : পিটার হাস শুধু আমেরিকা নয়, দেশের মানুষও আ.লীগ সরকারকে স্যাংশন দিয়েছে: ফখরুল ‘নির্বাচন ঘিরে সব পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি’ খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকেই বহন করতে হবে: যুবদল সভাপতি সূচকের সাথে কমেছে লেনদেনও ৩ সন্তানকে নিয়ে মায়ের বিষপান, সন্তানদের মৃত্যু ‘আদালতের অনুমতি ছাড়া বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়’ কোনো একটি নীতি নিয়ে পুলকিত হওয়ার কোনো কারণ নেই: তথ্যমন্ত্রী মার্কিন ভিসা নিষেধাজ্ঞা: দেশজুড়ে তোলপাড় ‘প্রেসক্রিপশন পয়েন্টে অভিযানের নেপথ্যে মন্ত্রীর ছেলে’ এলপিজির দাম বেশি নিলে প্রয়োজনে লাইসেন্স বাতিল খালেদা জিয়াকে বিদেশে নিতে নতুন আবেদন চাওয়া অমানবিক চমক আসছে গণপরিবহনে

ভারতীয় যুবকের ব্যাগে মিলল বাংলাদেশি ৬ পাসপোর্ট

  • মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

বেনাপোল : বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় বাংলাদেশি ৬টি পাসপোর্টসহ আজগার আলী নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।

সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টায় বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। পরে তাকে পাসপোর্টসহ বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

আটক আজগর আলী ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার খিদিরপুর ফেন্সি মার্কেট এলাকার বাসিন্দা।

বেনাপোল এনএসআই’র উপ-পরিচালক ফরহাদ হোসেন জানান, এনএসআই’র কাছে গোপন সংবাদ ছিল ভরতীয় এক পাসপোর্ট যাত্রী মানবপাচারের সঙ্গে জড়িত। বাংলাদেশি কয়েকজনের পাসপোর্ট নিয়ে তিনি ভারতে প্রবেশ করবেন। এমন সংবাদে বেনাপোল ইমিগ্রেশন প্রবেশ মুখে সন্দেহ বশত ভারতীয় নাগরিক আজগর আলীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার কাছে বাংলাদেশি ৬টি পাসপোর্ট আছে বলে জানান তিনি। পরে তার ব্যাগ তল্লাশি করে পাসপোর্টগুলো উদ্ধার করা হয়।

এনএসআই’র উপ-পরিচালক আরও জানান, যাত্রীর সঙ্গে আজগর আলীর শাশুড়ি আফরোজা বেগমসহ ভারতীয় আরও চার নাগরিক ছিলেন। এক সপ্তাহ আগে এই আফরোজা ইমিগ্রেশনের প্রবেশমুখে তার কাছ থেকে কাস্টমস শুল্ক গোয়েন্দারা ১৮ গ্রাম স্বর্ণবার উদ্ধার করে।

আটককৃত আজগর আলী বলেন, তাকে একজন লোক পাসপোর্টগুলো দিয়েছে ভারতে নিয়ে কুরিয়ার করতে। সে কুরিয়ারের খরচ দিয়ে ব্যাঙ্গালারুর ঠিকানা দিয়ে দেয়।

বেনাপোল ইমিগ্রেশনে ওসি আহসান হাবিব বলেন, একজনের পাসপোর্ট আর একজন বহন করা অপরাধ। আর ভারতীয় নাগরিক তা বহন করে নিয়ে যাচ্ছিল। ভারতীয় আজগর হোসেন নামে ওই নাগরিককে বেনাপোল থানায় পাসপোর্টসহ হস্তান্তর করা হয়েছে বলে জানতে পেরেছি।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved