রীতেশ কর্মকার, শেরপুর প্রতিনিধি) : শেরপুর শহরের শেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মিল্টনের বিরুদ্ধে ওয়ারেশি প্রায় ১৬ শতক সম্পত্তিসহ আরো প্রায় ৬০ শতক জমি জবর দখল করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে দখলকারীর চাচা শেরপুর পৌরসভার ইউজিপ প্রকল্পের প্রকৌশলী মো. আবু তারিক। এসময় তিনি তাদের উপর শারীরিক নির্যাতন ও হামলার অভিযোগও তুলেন সংবাদ সম্মেলনে।
৬ অক্টোবর বুধবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রকৌশলী মো. আবু তাহের। এসময় তার সাথে তার স্ত্রী নাসরিন জাহান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সদর উপজেলার চর শেরপুর ইউনিয়নের যুগনীবাগ গ্রামের বাসিন্দা শেরপুর পৌরসভার ইউজিপ প্রকল্পের প্রকৌশলী মো. আবুর তাহেরের ভাইয়ের ছেলে শহরের শেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মিল্টন ওয়ারিশি ১১১ শতক জমি পায়।
কিন্তু তিনি দির্ঘদিন থেকেই আবু তাহেরের জমিসহ মোট ১২৬.৪৬ শতক জমি জোড় জবর দখল করে ভোগ করে আসছিলো। এ বিষয়ে বিভিন্ন সময়ে জমি উদ্ধারে গেলে আবু তাহের ও তার স্ত্রীর উপর হামলা করা হয়। পরবর্তিতে এ বিষয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ভাতিজা মিল্টনের বিরুদ্ধে মামলা করার কারণে তিনি আবু তাহেরের অন্যত্র আরো প্রায় ৬০ শতক জমি জোর পূর্বক দখল করে ঘর নির্মান করে রেখেছে। এসব দখলের বিষয়ে আবু তাহের নানা স্থানে দেন-দরবার করেও কোন সফল না পেয়ে বুধবার সংবাদ সম্মেলন করেন।