ঢাকা: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সিকিউরিটি অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ বিভাগের
ডিন ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হককে নতুন কারা মহাপরিদর্শক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। একই আদেশে
বর্তমান কারা মহাপরিদর্শককে সশস্ত্র বাহিনীতিতে ফিরিয়ে দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিইউপির সিকিউরিটি অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ বিভাগের ডিন ব্রিগেডিয়ার জেনারেল এ এস
এম আনিসুল হককে কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দিয়ে সুরক্ষা সেবা বিভাগে ন্যাস্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনকে বাংলাদেশ
সেনাবাহিনীতে প্রত্যাবর্তনপূর্বক তাকে সশস্ত্র বাহিনীতে ন্যস্ত করা হয়েছে।