কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হোসেনপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে সিফাত (১৬) ও ইয়াছিন (৭) নামে দুইজন নিখোঁজ হয়েছেন।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামের পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চরশাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে সিফাত ও একই গ্রামের মনির হোসেনের ছেলে ইয়াছিন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, প্রতি বছরের ন্যায় সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের নৌকাবাইচের আয়োজনে সোমবার বিকালে সাহেবের চর গ্রামের পাশে পুরাতন ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে। এ নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল নামে।
এ সময় ব্রহ্মপুত্র নদের পাড় থেকে একটু দূরে একটি নৌকা থেকে অন্য লোকজনের সাথে সিফাত ও ইয়াছিন নৌকাবাইচ প্রতিযোগিতা দেখছিল। হঠাৎ নৌকাটি ডুবে যায় এবং অন্যরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও সিফাত ও ইয়াছিন ব্রহ্মপুত্র নদের পানিতে নিখোঁজ হয়। ঘটনা শুনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে এবং রাত হয়ে যাওয়ায় আপাতত উদ্ধার কাজ বন্ধ রয়েছে। তবে আজ মঙ্গলবার সকাল থেকে আবার উদ্ধার শুরু হবে।