শিরোনাম :
ভিসা নিষেধাজ্ঞায় পড়ার কথা স্বীকার করলেন রাঙ্গা ভিসানীতি নিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের ফের ব্যাখ্যা আমেরিকার ভিসা নীতিতে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে: ফখরুল দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু এবার বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাম এই জালিম সরকার খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা করছে: টুকু ৩৬ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে বিদেশে না পাঠানো হলে পরিণতি শুভ হবে না: আব্বাস খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর বিষয়ে সরকারের কিছু করার নেই : আইনমন্ত্রী শেখ পরিবারের ভাষাই হচ্ছে গুন্ডাদের মতো: রিজভী ডাক আস‌লেই রাস্তায় নাম‌তে হ‌বে: দুদু ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে ৭ মুসলিম দেশ! বাংলা‌দেশ নি‌য়ে অপপ্রচার রুখে দিতে প্রবাসী‌দের প্রতি আহ্বান পানামা ও প্যারাডাইস পেপারসে নাম আসাদের নিয়ে অনুসন্ধান করছে সিআইডি বায়ুদূষণে আজ শীর্ষ চারে ঢাকা ফেনীতে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

ব্যাটিং ব্যর্থতায় ১৫৪ রানের লক্ষ্য

  • মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে বেকায়দায় পড়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মাহমুদউল্লাহ রিয়াদ।

আগের দুই ওভারে রিভিউ নিয়ে বেঁচে ছিলেন লিটন। পরের ওভারেও ওমানের কাশ্যপ প্রজাপতির ক্যাচ মিসে জীবন পেয়েছিলেন তিনি। দুইবার জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতেও পারেননি লিটন। বিলালের ইয়র্কার মিস করে লেগ বিফোর দ্য উইকেটের স্বীকার হন তিনি। এতে ব্যর্থতার ঝুলি পূর্ণ করে মাত্র ৬রান করেই ফিরলেন লিটন।

টি-টোয়েন্টিতে সাকিবের পছন্দের ব্যাটিংয়ের জায়গা তিন নাম্বারে। কিন্তু দ্রুত লিটনের বিদায়ে আজ সাকিবের জায়গায় মেহেদীকে নামালো বাংলাদেশ। মেহেদীকে নামানোর মূল কারণ ছিল, দ্রুত রানের গতি বাড়ানো। কিন্তু ফায়াজ বাটের দুর্দান্ত ফিরতি ক্যাচে আউট হন তিনি। এতে ৩ বল খেলে কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরেন মেহেদী।

চতুর্থ উইকেটে ব্যাট হাতে দুর্দান্ত খেলতে থাকেন নাঈম ও সাকিব। দুইজন মিলে দ্রুত ৮০ রানের জুটি গড়েন। এরপরই হুট করে রান আউট হন সাকিব। আউট হওয়ার আগে ২৯ বলে খেলে ৪২ রান করেন। সাকিব ফেরার পর ব্যক্তি ৫০ রান পূর্ণ করেন নাঈম। বড় শট খেলতে গিয়ে ক্যাচ গিয়ে সোহান ফেরেন ৩ রানে।

তৃতীয় উইকেটে ব্যাট হাতে দুর্দান্ত খেলতে থাকেন নাঈম ও সাকিব। দুজন মিলে দ্রুত ৮০ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকেই নিতে থাকেন। দারুণ ছন্দে ব্যাট করতে থাকা সাকিব হুট করেই হয়ে যান রান আউট। আউট হওয়ার আগে ২৯ বল খেলে করেন ৪২ রান। সাকিব ফেরার পর ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন নাঈম। ৪৩ বলে এ মাইলফলক পূর্ণ হয়েছে তার। টাইমিং গড়বড়ে লংঅনে ক্যাচ দেন আফিফ। ৫ বলে ১ রানে ফেরেন তিনি। একই ওভারে নাঈম শেখকে ফেরার কলিমউল্লাহ। ৫০ বলে ৩ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান তিনি।

মুশফিকুর রহিম প্রথমে বলে চার মারেন, কিন্তু বেশিক্ষণ থিতু হতে পারেনি। ফাইয়াজ বাটের বলে কিপারের হাতে ক্যাচ তুলে দেন। তিনি করেন ৪ বলে ৬ রান। সাইফউদ্দিন প্রথম বলে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন। বিলাল খানের শেষ বলে আউট হন ফিজ, করেন ২ রান। ১ রানে অপরাজিত ছিলেন তাসকিন। শেষ পর্যন্ত ১৫৩ রানে অলআউট হয় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৩/১০ (মোহাম্মদ নাঈম ৬৪, সাকিব ৪২,মাহমুদউল্লাহ ১৭)

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved