বিনোদন ডেস্ক: নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম বেশ সরগরম করে তুলেছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। বিনা নোটিশে এমন ছবি দেখে নড়েচড়ে বসেন নেটিজেনরা। ছবি দুটি দেখে সবাই যখন গোলকধাঁধায় তখন এ বিষয়ে মুখ খুললেন তিনি।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বুবলী বলেন, ‘প্রত্যেক ঘটনার পেছেনেই একটা ঘটনা থাকে। আপনারা দয়া করা এ নিয়ে কোনো অপব্যাখ্যা দেবেন না। আমরা তারকা হলেও আমাদের ব্যক্তিগত জীবন রয়েছে।’
এ সময় বুবলী আরও জানান, শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন তিনি। তার আগ পর্যন্ত সকলকে ধৈর্যধারণের আহ্বান জানান তিনি। সেইসঙ্গে আপাতত এ নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানান।
বুবলী বর্তমানে ব্যস্ত আছেন ‘চাদর’ সিনেমার শুটিংয়ে। আজ মঙ্গলবার সিনেমাটির শুটিংয়ের সেটে সংবাদকর্মীদের সঙ্গে কথোপকথনের সময় একথা জানান তিনি।
এর আগে এদিন দুপুরে বেবি বাম্পের ছবি দুটি প্রকাশ করেন এ নায়িকা। ছবির ক্যাপশনে লেখেন, আমি ও আমার জীবন। ফিরে দেখা আমেরিকা।
এরপর থেকেই গুঞ্জনের শুরু যাতে শক্তিশালী ভূমিকা পালন করে ছবি দুটির ক্যাপশন। কেননা ক্যাপশন থেকে সহজেই অনুমেয় যে, কয়েকবছর আগেই সন্তানের মা হয়েছেন বুবলী। সেটা হতে পারে ২০২০ সাল। কারণ, ওই সময়টায় দীর্ঘ ১১ মাস উধাও ছিলেন তিনি। তখন হয়তো যুক্তরাষ্ট্রে সন্তানের জন্ম দিয়েছেন নায়িকা।
প্রকাশিত ছবির মন্তব্যের ঘরে নেটিজেনরা লিখেছেন, হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট। আবার কেউ কেউ নবজাতকের বাবার পরিচয় নিয়ে নিয়ে তুলেছেন প্রশ্ন।