শিরোনাম :
ডিএমপি কমিশনারের সাথে বৈঠক শেষে যা বলল বিএনপি আ.লীগের কোনো কৌশল আর টিকবে না: ফারুক বেসরকারি ব্যাংকের ৮৯ হাজার কোটি টাকা আটকা আইরিশদের ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ এবার যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনছে সরকার দুর্যোগ মোকাবিলায় বিশ্বে বাংলাদেশ রোল মডেল : দুর্যোগ প্রতিমন্ত্রী বিএনপির মধ্যে ভয়ংকর সংকট চলছে : তথ্যমন্ত্রী ডিএসইতে লেনদেন নামল ৩০০ কোটির নিচে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় দেশে এত উন্নয়ন : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে ভ্রমণ ভিসা গেলেই চাকরির সুযোগ মানহানির মামলায় রুহুল গান্ধীর ২ বছরের জেল বাতাসের নিম্ন মানে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান সপ্তম স্বাধীনতা পুরস্কার পেলেন ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৮ সূচকের উত্থানে লেনদেন চলছে

বুলগেরিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকান্ডে নিহত ৯

  • মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : বুলগেরিয়ায় একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২২ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় এলাকার একটি বৃদ্ধাশ্রমে এই ঘটনা ঘটে। নিহতরা সবাই বয়স্ক নাগরিক।

দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও রয়টার্স।

বুলগেরিয়ার অগ্নিনির্বাপন দফতরের প্রধান তিহমির তোতেভ রাষ্ট্রীয় বিএনটি টেলিভিশনকে জানান, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দেশের পূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থিত রয়াক গ্রামের একটি বৃদ্ধাশ্রমে আগুন লাগার ঘটনা ঘটে। ওই এলাকার একটি পুরাতন স্কুল ভবনকে সংস্কার করে বয়স্কদের বসবাসের উপযোগী করে তোলা হয়েছিল। সোমবার সেখানেই আগুন লাগার ঘটনা ঘটে।

তিনি জানান, ‘আগুন লাগার সময় ভবনটিতে ৫৮ জন অবস্থান করছিলেন। দুর্ভাগ্যজনকভাবে তাদের মধ্যে ৯ জন প্রাণ হারান।’

অগ্নিনির্বাপন দফতরের প্রধান এই কর্মকর্তা আরও বলেন, আগুন লাগার ঘটনা সামনে আসার পরপরই তাৎক্ষণিকভাবে ভবনের বাসিন্দা বয়স্ক নাগরিকদেরকে বের করে আনা হয় এবং আগুনে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ হয়ে যাওয়ায় কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে ওই বৃদ্ধাশ্রমের পরিচালক মিলেনা মাজুরিক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের সংখ্যা নিশ্চিত করেছেন। নিহতের সংখ্যা ৯ জনের বেশি নয় বলে দেশটির বেসরকারি টিভি চ্যানেল বিটিভির কাছে দাবি করেছেন তিনি।

বৃদ্ধাশ্রমে আগুন লাগার কারণ এখনও জানানো হয়নি। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ৬টি ফায়ার ইঞ্জিন পাঠানো হয়। এর আগে নভেম্বরের শুরুতে বুলগেরিয়ার একটি করোনা হাসপাতালে আগুন লেগে ৩ রোগী প্রাণ হারিয়েছিলেন।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved