শিরোনাম :
দেশে হাসপাতালে ভর্তি আরও ৭২ ডেঙ্গু রোগী জাতিসংঘে নিরাপত্তা বাহিনী নিয়োগে বাংলাদেশ শীর্ষে : পররাষ্ট্রমন্ত্রী প্রতি রাতে ক্ষুধা নিয়ে ঘুমান প্রায় ৮৩ কোটি মানুষ: এফএও নিপুণ রায়ের তিন মাসের আগাম জামিন বিএনপিকে চাপে রাখার কৌশল থেকে সরবে না আওয়ামী লীগ ‘ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ-শান্তিপূর্ণ বিশ্ব উপহার দেব’ তারেক-জোবায়দার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ‘শান্তিরক্ষা মিশনে মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশি সদস্যরা’ ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত ৯ম-১০ম শ্রেণি: রেজিস্ট্রেশন শুরু ১ জুন সৌদি পৌঁছেছেন সাড়ে ২৯ হাজার হজযাত্রী স্ত্রীকে গলা কেটে খুন, ৬ বছর পর গ্রেপ্তার স্বামী সব সমস্যার সমাধান করা হবে: এরদোয়ান বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ দ্বিতীয় ঢাকা টানা তৃতীয়বার ক্ষমতায় এরদোয়ান

বুধেও কাটল না বার্সেলোনার শনির দশা

  • বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : বুধেও কাটল না বার্সেলোনার শনির দশা। ভিন্ন দুই বুধবারে একই ফল পেল স্প্যানিশ ক্লাবটি। সপ্তাহদুয়েক আগের বুধবারে নিজেদের ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে ০-৩ গোলে হেরেছিল তারা। এবার এ সপ্তাহের বুধবার রাতে বেনফিকার কাছেও একই ব্যবধানে হারলো রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বেনফিকার মাঠে খেলতে গিয়েছিলো বার্সা। উল্টো বাড়ি ফিরেছে হতাশার পাল্লা আরও ভারী করে। বার্সেলোনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বেনফিকা। সঙ্গে যোগ হয়েছে ম্যাচের শেষ দিকে গিয়ে এরিক গার্সিয়ার লাল কার্ড।

সব মিলিয়ে শেষ পাঁচ ম্যাচের বার্সেলোনার এটি দ্বিতীয় পরাজয়। বাকি তিন ম্যাচের মধ্যে ড্র দুটি আর জয় অন্যটিতে। স্প্যানিশ লা লিগায় যেমন পয়েন্ট টেবিলে ওপরে উঠতে পারছে না তারা, তেমনি চ্যাম্পিয়নস লিগে দুই পরাজয়ের পর রয়ে গেছে তলানিতেই।

বুধবার রাতে বেনফিকার মাঠে শুধু বল দখলের লড়াইয়েই আধিপত্য দেখিয়েছে বার্সা। সারা ম্যাচে মাত্র আটটি শট করে তারা। যার মধ্যে একটি ছিলো লক্ষ্যে, কিন্তু মেলেনি গোল। অন্যদিকে ১২টি শটের মধ্যে ছয়টি লক্ষ্যে রেখে তিন গোল আদায় করে নিয়েছে স্বাগতিকরা।

ম্যাচের তৃতীয় মিনিটেই বেনফিকাকে এগিয়ে দেন ডারউইন নুনেজ। পাল্টা আক্রমণ থেকে গোলটি করেন তিনি। কাছে থেকেও নুনেজকে থামাতে পারেননি গার্সিয়া আর ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি গোলরক্ষক মার্ক টের স্টেগান।

প্রথমার্ধেই ব্যবধান ২-০ বা ৩-০ করে ফেলতে পারতো স্বাগতিকরা। কিন্তু রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হন বার্সার গোলরক্ষক। কিছু সুযোগ আসে বার্সেলোনার সামনেও। কিন্তু মাঝমাঠ ও আক্রমণভাগের মেলবন্ধন না ঘটায় কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৬৯ মিনিটের সময় দ্বিতীয় গোল করে বেনফিকা। এবার স্কোরশিটে নাম তোলেন রাফা সিলভা। আর মিনিট দশেক পরে পেনাল্টি থেকে বার্সার কফিনে শেষ পেরেক ঠুকে দেন নুনেজ। ডি-বক্সের মধ্যে সার্জিনো ডেস্টের হ্যান্ডবলের কারণে পেনাল্টিটি পায় বেনফিকা।

পরে ম্যাচের ৮৭ মিনিটের সময় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গার্সিয়া।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved