শিরোনাম :
আওয়ামী লীগ দেশে ভয় ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে : টুকু স্বাধীনতার নামে সাংবাদিকতা নিয়ে রাজনীতি করা উচিত নয়: তথ্যমন্ত্রী তিন মাসে নির্যাতন ও হয়রানির শিকার ৫৬ সাংবাদিক : আসক দুই হেলিকপ্টার বিধ্বস্তেও ঘটনায় ৯ মার্কিন সেনা নিহত যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : শিক্ষামন্ত্রী মার্কিন নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার আহ্বান খাবারের বিনিময়ে উত্তর কোরিয়ার অস্ত্র চায় রাশিয়া: যুক্তরাষ্ট্র ভারতে পাচারের সময় ৪০ হাজার ডলার জব্দ মধ্যপ্রদেশে মন্দিরে কূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত চালু হলো মেট্রোরেলের সব স্টেশন জাল নোট চেনার সহজ উপায় ফের বাড়ছে ব্রয়লার মুরগির দাম রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৪ গভীর রাতে বাড়ি ফিরেছে রাজধানীতে নিখোঁজ চার বান্ধবী বিশ্বজুড়ে করোনায় আরও ৪৮৫ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

বিয়ের প্রলোভনে সৌদি প্রবাসী তরুণীকে দেশে এনে ধর্ষণ!

  • রবিবার, ৭ নভেম্বর, ২০২১

ভোলা : বিয়ের প্রলোভনে সৌদি প্রবাসী তরুণীকে দেশে এনে নিজ বাড়িতে ধর্ষণ কারার অভিযোগ উঠেছে মো. মামুন সুলতান নামে এক যুবকের নামে। এমন ঘটনা ঘটেছে ভোলার মনপুরায়। ধর্ষণের ঘটনাটি শুক্রবার সকাল ১০টায় উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে ওই যুবকের বাড়িতে ঘটে।

শনিবার সকালে এ ঘটনায় সৌদি প্রবাসী তরুণী বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে মনপুরা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরে ওই দিনই পুলিশ প্রবাসী তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে নিয়ে যায়।

ধর্ষণ মামলায় অভিযুক্ত যুবক উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. মোতালেবের ছেলে মো. মামুন সুলতান (২৫)। ওই প্রবাসী তরুণীর বাড়িও একই উপজেলায়।

মামলার এজাহার ও ওই তরুণী সূত্রে জানা যায়, দুই বছর আগে ওই তরুণীকে সৌদি থাকাকালীন মামুন মোবাইলে প্রেমের প্রস্তাব দেয়। প্রবাসী তরুণী রাজি না হলে একপর্যায়ে বিয়ের প্রস্তাব দেয় এবং সৌদি আরব থেকে দেশে চলে আসতে বলে। পরে ওই প্রবাসী তরুণী যুবকের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গত ২ আগস্ট বাংলাদেশে আসেন। তখন মামুন এয়ারপোর্ট থেকে রিসিভ করে ওই তরুণীকে আত্মীয়র বাড়িতে নিয়ে যাবে বলে হোটেলে নিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করে।

এরপর থেকেই ওই যুবক বিয়ে নিয়ে টালবাহানা শুরু করে। পরে শুক্রবার সকাল ১০টায় বিয়ের ব্যাপারে কথা বলতে যুবকের বাড়িতে নিয়ে গিয়ে ফের ধর্ষণ করে ওই তরুণীকে। এ সময় ওই তরুণী চিৎকার দিলে মামুন পালিয়ে যায়। তখন মামুনের বাড়িতে কেউ ছিল না বলে জানান প্রবাসী তরুণী।

এ ঘটনায় মনপুরা থানার ওসি সাইদ আহমেদ জানান, সৌদি প্রবাসী তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved