শিরোনাম :
ইতিহাস গড়ে প্রোটিয়াদের হারাল বাংলাদেশ চাঁদাবাজ ও মাস্তানদের গ্রেপ্তারে ইসির নির্দেশ একদিনে ১৭ হাজার কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক বিএনপির অফিসে তালা ঝুলিয়ে সরকার নির্বাচনের নামে তামাশার উৎসব করছে: ডা. ইরান ২৪ ঘণ্টায় ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত প্রশাসনে রদবদল ইসির নজিরবিহীন হাস্যরসোদ্দীপক নাটিকা: রিজভী যুবদলের মিছিলে বোমা নিক্ষেপের অভিযোগ ৩৭ দিনে সারাদেশে ২৩৮টি যানবাহনে আগুন বছর শেষে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে সূচক বাড়লেও কমেছে লেনদেন অবরোধ সফলে সেগুনবাগিচায় যুবদলের বিক্ষোভ ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানী নিহত বিএনপি না এলেও নির্বাচন একতরফা নয়, লড়াই হবে ২৯ দলের: কাদের স্টেশন ছেড়ে গন্তব্যে পৌছাতে পারবে না নির্বাচনী ট্রেন : ১২ দলীয় জোট ‘১০ ডিসেম্বর সমাবেশ করতে আ.লীগকে ইসির অনুমতি নিতে হবে’

বিয়ের পিঁড়িতে বসছেন ‘আশিকি ২’ এর গায়িকা-সুরকার

  • শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

বিনোদন ডেস্ক : শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘আশিকি ২’-এর গায়িকা এবং সুরকার জুটি। আগামী ৪ নভেম্বর থেকে উৎসব শুরু হবে তাদের বিয়ের। দুই পরিবার তাদের এ বিয়ে ঠিক করেছে।

আগামী মাসের ৬ (নভেম্বর) তারিখ বসছে পলক-মিঠুন বিয়ের আসর। তবে এখন পর্যন্ত পলক মুচ্ছল কিংবা সুরকার মিঠুনের পক্ষ থেকে বিয়ে নিয়ে কোনো আনুষ্ঠিক ঘোষণা দেওয়া হয়নি।

২০১৩ সালে আশিকি-২ ছবিতে একে অপরের সঙ্গে প্রথম কাজ করেছিলেন পলক ও মিঠুন। মিঠুনের সুরে এবং পলকের গাওয়া আশিকি-২-র গানগুলো সুপারহিট ছিল। আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর অভিনীত সেই ছবিও ছিল হিট। আশিকি-২ তে কাজের সূত্রেই আলাপ পলক ও মিঠুনের। তবে শুধু আশিকি-২ নয়, পরে ট্রাফিক ছবিতেও একসঙ্গে কাজ করেছেন তারা।

প্রসঙ্গত, ২০০৫ সালে ও লমহে গান দিয়ে সুরকার হিসেবে বলিউডে ক্যারিয়ার শুরু করেন মিঠুন। পরে আনওয়ার, মার্ডার, জিসম ২ আশিকি ২, এক ভিলেন, হাফ গার্লফ্রেন্ড, কবীর সিং, রাধে শ্যাম, শামসেরা সহ একাধিক ছবির গানে সুর দিয়েছেন মিঠুন, বলিউডে তার প্রায় ১৫ বছরের পথচলা। অন্যদিকে পলক মুচ্ছলও বলিউডে বহু ছবিতে গান গেয়েছেন। এই তালিকায় আশিকি ছাড়াও রয়েছে আর রাজকুমার, জয় গো, কিক, গব্বর ইজ ব্যক, বাহুবলী দ্যা বিগিনিং, প্রেম রতন ধন পায়ো, এম এস ধোনির মতো ছবি।

সূত্র : জি ২৪ঘণ্টা

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved