সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাউরাইল গ্রামে বিয়ের দাবিতে ৩ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক নারী। প্রেমিক কাওসার হোসেন ওই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাড়াশ থানার ওসি ফজলে আশিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে গভীর প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। প্রেমিক তাকে বিয়ে না করে অন্যত্র বিয়ের চেষ্টা করছে। এমন সংবাদে ২১ বছরের ওই প্রেমিকা বিয়ের দাবিতে শুক্রবার বিকেলে থেকে তার বাড়িতে এ অনশন করছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগীতায় এ বিষয়টি মিমাংশার চেষ্টা চলছে। এ বিষয়টি উপজেলা প্রশাসনের নজরেও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।