আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বকাপ ঘিরে কাতারের রাজধানী দোহা এখন উৎসবের নগরী। ফিফার অস্থায়ী কার্যালয়ে চলছে নানা আয়োজন। আগের ২১ আসরকে ফুটিয়ে তোলা হয়েছে ছোট ছোট গল্পে।
সময় এগিয়ে আসছে, বদলে যাচ্ছে কাতার। মরুর বুকে ফুটবল উৎসবের ছোঁয়া। যেখানে চোখ যায় বিশ্বকাপের আবহ।
সমুদ্রঘেষা দোহার বিল্ডিংগুলো আইকনিক। যার মধ্যে একটি আলাদা, নজর কাড়বে আল বিদ্দা। এই টাওয়ারকে ঘিরে ব্যস্ততাও বেশি। কারণ এর ২০ তলায় ফিফার অস্থায়ী কার্যালয়।
আর ঠিক ছয় তলা নিচেই চার দেয়ালের মাঝে তুলে ধরা হয়েছে কাতারের ফুটবল ঐতিহ্য, ইতিহাস, অর্জন আরও কত কি।
স্থান পেয়েছে সাবেক ফুটবলারদের জার্সি, পদক। গ্রেটেস্ট শো অন আর্থের আগের ২১ আসরকে ফুটিয়ে তোলা হয়েছে ছোট গল্পে।
তৎপর আয়োজক কমিটিও। সভা, মতবিনিময় চলছেই। কাতার বিশ্বকাপ দেখতে আসা ১০ লাখেরও বেশি ফুটবলভক্তদের নিয়ে থাকছে বাড়তি পরিকল্পনা।
ফিফা কর্মকর্তা হাছান রাবেয়া আল কোয়ারি বলেন, বিশ্বকাপ ঘিরে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। বিশেষ করে যারা খেলা চলাকালীন কাতার ভ্রমণ করবেন তাদের সুবিধার্থে এরই মধ্যে মেট্রোসহ গণপরিবহনের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। আমরা সবকিছুর জন্য প্রস্তুত।
বাদ যায়নি বিশ্বকাপ আয়োজনের খুঁটিনাটিও। এই যেমন ভেন্যুগুলো স্থান করে নিয়েছে ক্যানভাসে। সব ভেন্যুর স্থিরচিত্র দিয়ে সাজানো হয়েছে ফ্লোরটি।