স্পোর্টস ডেস্ক : আসন্ন বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) সামনে রেখে দল গোছানো শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে অনেকটাই এগিয়ে কুমিল্লা ও সিলেট। তবে পিছিয়ে নেই ফরচুন বরিশালও। আস্তে আস্তে তারাও নিজেদের ঘুচিয়ে নিচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার আহমেদকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।
৩২ বছর বয়সী ইফতিখার আহমেদ পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই মাঠ মাতাচ্ছেন। অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডেও আছেন তিনি।
৩৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টিসহ মোট ১৮৩ স্বীকৃত টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা সম্পন্ন ইফতিখার আহমেদকে নিজেদের শিবিরে যুক্ত করেছে ফরচুন বরিশাল।
ইফতিখারকে স্বাগত জানিয়ে ফরচুন বরিশাল নিজেদের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। তারা লিখেছে, স্বাগতম ইফতেখার আহমেদ। পাকিস্তানি অলরাউন্ডার ইফতেখার আহমেদকে ফরচুন বরিশাল পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।
আগের আসরের মতো সাকিব আল হাসানই দলটির আইকন ও অধিনায়ক হিসাবে খেলবেন। ইফতিখার আহমেদের আগে ক্রিস গেইল, রাখিম কর্নওয়াল, করিম জানাত ও ইব্রাহিম জাদরানের খেলার কথাও নিশ্চিত করে দলটি।
এবারের বিপিএল মাঠে গড়াবে জানুয়ারির প্রথম সপ্তাহে। ঠিক একই সময়ে চলবে আরও তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ। যে কারণে ভালো মানের বিদেশী ক্রিকেটার পাওয়া নিয়ে ছিল সংশয়। তবে সেখানে কিছুটা স্বস্তির হাওয়া বইয়েছে পাকিস্তানি ক্রিকেটাররা। কারণ জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের একটি সিরিজ পিছিয়ে গেছে, ঐ ফাঁকা সময়েই অনেক আসছেন বিপিএল খেলতে।