বিনোদন ডেস্ক : ভেঙে গেছে তিন বছরের সম্পর্ক। নিজের থেকে ১৫ বছরের ছোট রহমান শলে এখন আর প্রেমিক নন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের। এখন তারা শুধুই বন্ধু। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন ভারতের সাবেক ‘মিস ওয়ার্ল্ড’ সুস্মিতা।
তবে কোনো রকম তিক্ততা ছুঁতে পারেনি এই অসম জুটিকে। অভিনেত্রী জানিয়েছেন, রহমান এখনও তার বন্ধু।
দুজনের একটি ছবি পোস্ট করে সুস্মিতা লেখেন, ‘আমরা শুরু করেছিলাম বন্ধু হিসেবে, বন্ধুই থাকব। সম্পর্ক অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। কিন্তু ভালোবাসা রয়ে গেছে।’
সুস্মিতার সেই পোস্ট নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নায়িকার সদ্য সাবেক হওয়া প্রেমিক রহমান শলে। বুঝিয়েছেন, প্রেমিকার সঙ্গে তিনি সহমত। আগের রসায়ন অতীত হলেও থেকে যাবে বন্ধুত্ব।
রহমানের পোস্টে তার উদ্দেশে এক নেটিজেন লিখেছেন, ‘তুমি সুস্মিতার ভাইয়ের কাছে ঋণী। এটা কখনও ভুলে যেও না।’ এর জবাবে রহমান লিখেছেন, ‘আমি এটা কখনোই ভুলব না। সুস্মিতা এখনও আমার পরিবার।’
৪৬ বছর বয়সী বলিউড নায়িকার সঙ্গে ৩১ বছর বয়সী রহমানের প্রেম শুরু হয়েছিল ২০১৮ সালে। নিঃশব্দে ভেঙে গেল সে সম্পর্ক। তবে বিচ্ছেদের কারণ এখনও অজানা। এ ব্যাপারে সুস্মিতা বা রহমান কিছুই জানাননি।
এর আগে বহুবার সম্পর্কে জড়িয়েছেন সাবেক ‘মিস ওয়ার্ল্ড’ সুস্মিতা। কিন্তু কোনো সম্পর্কই টেকেনি। বয়স ৫০-এর দিকে হাটলেও এখনো বিয়ে করেননি। বরং ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে দুটি কন্যাসন্তান দত্তক নিয়ে তাদের দিয়েই পরিবার সাজিয়েছেন।