ঢাকা: সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের স্থাপনা নির্মাণ বন্ধ করতে বাধ্য করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার দুপুর ১টার দিকে ওই স্থাপনা নির্মাণের সব সামগ্রী সরিয়ে ফেলে বিএসএফ।
এ তথ্য নিশ্চিত করেন ভোমরা বিজিবির বিওপি কমান্ডার সুবেদার হারুণ-অর-রশিদ।
তিনি জানান, আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে সীমান্তের শুন্য লাইন থেকে ২৫ গজ
দূরে চৌকি নির্মাণ করছিল বিএসএফ। তাদের প্রতিবাদের পরেও নির্মাণ কাজ বন্ধ রাখেনি বিএসএফ।
পরে বিজিবির কড়া প্রতিক্রিয়ায় স্থাপনার সব মালামাল সরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
সুবেদার হারুন-অর-রশিদ বলেন, ‘শনিবার সকাল ৯টার দিকে শুন্য লাইনের কাছেই নির্মাণ করা হচ্ছিল বিএসএফের একটি স্থাপনা।
স্থাপনাটি প্রহরা চৌকি টাইপের। যদিও বিএসএফ জানিয়েছিল, স্থানীয়রা ফুটবল খেলার মাঠের পাশে গাড়ি পার্কিংয়ের স্থাপনা নির্মাণ করছিল।
‘ঘোজাডাঙ্গা বিএসএফের এসি শহিদুল হকের সঙ্গে বৈঠক করি। বেলা ১১টার বৈঠকে এসি শহিদুল আশ্বস্ত করে বলেন, শিগগির তারা স্থাপনা সরিয়ে নেবেন।
তবে তা না নেয়ায় আমরা অস্ত্র তাক করে পজিশনে চলে যাই। দুপুর একটার দিকে তারা স্থাপনা ভেঙে সব মালামাল সরিয়ে নেয়।’
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আল মাহমুদ জানান, ‘বিএসএফের নির্মাণ কাজ শুরুর কথা জানতে পেরেই আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় চলে যাই।
পরে ব্যাটালিয়ন পর্যায়ে কড়া প্রতিক্রিয়া জানানোর পর তারা (বিএসএফ) নির্মাণ কাজ বন্ধ করে দেয়।