শিরোনাম :
ভিসানীতির পরোয়া করে না আওয়ামী লীগ : কাদের এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৯শ ছাড়াল বাংলাদেশে ভিসানীতিতে যুক্ত হবে গণমাধ্যমও : পিটার হাস শুধু আমেরিকা নয়, দেশের মানুষও আ.লীগ সরকারকে স্যাংশন দিয়েছে: ফখরুল ‘নির্বাচন ঘিরে সব পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি’ খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকেই বহন করতে হবে: যুবদল সভাপতি সূচকের সাথে কমেছে লেনদেনও ৩ সন্তানকে নিয়ে মায়ের বিষপান, সন্তানদের মৃত্যু ‘আদালতের অনুমতি ছাড়া বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়’ কোনো একটি নীতি নিয়ে পুলকিত হওয়ার কোনো কারণ নেই: তথ্যমন্ত্রী মার্কিন ভিসা নিষেধাজ্ঞা: দেশজুড়ে তোলপাড় ‘প্রেসক্রিপশন পয়েন্টে অভিযানের নেপথ্যে মন্ত্রীর ছেলে’ এলপিজির দাম বেশি নিলে প্রয়োজনে লাইসেন্স বাতিল খালেদা জিয়াকে বিদেশে নিতে নতুন আবেদন চাওয়া অমানবিক চমক আসছে গণপরিবহনে

বিএনপি থাকলে বাংলাদেশ থাকবে, জনগণ থাকবে, দেশের অস্তিত্ব থাকবে : দুদু

  • বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

ঢাকা : বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, পরিবর্তনের ডাক আসছে। এজন্য আমাদের তৈরি হতে হবে। তিনি বলেন, ‘এই সরকা‌রের হাত থে‌কে কেউ মু‌ক্তি এনে দি‌বে না নি‌জে‌দের‌ উঠে দাঁড়া‌তে হ‌বে।’

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি থাকলে বাংলাদেশ থাকবে। শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান থাকলে বাংলাদেশের জনগণ থাকবে দেশের অস্তিত্ব থাকবে।

বুধবার (২৭ অক্টোবর) অক্টোবর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার নেতা জিয়াউর রহমান নিচ থেকে পরিবর্তন করতেন উপর থেকে না। তাহলে আমরা আন্দোলনের প্রত্যাশা করি নিচে থেকে উপর থেকে না। সে জন্য আসেন শহীদ জিয়াউর রহমানের মত কথা কম বলি কাজ বেশি করি।

বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য আর একবার দরকার বেগম খালেদা জিয়ার। আরেকবার দরকার জাতীয়তাবাদী শক্তির। আর একবার দরকার তারেক রহমানের।

সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যে যেখানে যে অবস্থায় আছেন সবাইকে তৈরি হতে হবে। এই সরকারে হাত থেকে মুক্তি কেউ এনে দিবে না। যদি না নিজেরা উঠে দাঁড়াই। আমার ধারণা একবার শক্ত হয়ে দাঁড়ালেই আওয়ামী লীগ কোন দিকে দৌড়াবে কল্পনা করা কঠিন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, যুগ্ন মহাস‌চিব অ্যাডভোকেট মোয়াজ্জেম হো‌সেন আলাল, সংগঠনের সভাপতি এসএম মারুফ হোসেন প্রমুখ।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved