ময়মনসিংহ : ময়মনসিংহে বিএনপিপন্থী ১১ জন আইনজীবীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।
বুধবার রাতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ গণমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল রাতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২১(২), ২৫(২), ২১, ৩১(২) ও ৩৫ ধারায় মামলাটি দায়ের করেন।
মামলায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মো. নূরুল হককে (৬০) প্রধান আসামি করা হয়েছে।
এই মামলার বাকি ১০ আসামি হলেন— মো. উছমান গনি মল্লিক মাখন (৫০), মো. মাহবুব রশীদ তামান্না (৫০), জহিরুল ইসলাম নিঝুম (৩৫), মো. আবুল কালাম আজাদ (৪০), মো.
রেজাউল করিম চৌধুরী (৪৫), মো. রাইসুল ইসলাম (৩৫), আরিফুল ইসলাম সোহাগ (৩২), মো. তোফাজ্জল হোসেন (৫০), আহসান উল্লাহ আনার (৩২) ও শামসুন্নাহার (৪০)।
কামাল আকন্দ আরও বলেন, গত ৩১ আগস্ট জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের আদালতপাড়ায় বিক্ষোভ মিছিলকালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে মানহানিকর ও উস্কানিমূলক স্লোগান দিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে এজাহারে।