শিরোনাম :
ইতিহাস গড়ে প্রোটিয়াদের হারাল বাংলাদেশ চাঁদাবাজ ও মাস্তানদের গ্রেপ্তারে ইসির নির্দেশ একদিনে ১৭ হাজার কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক বিএনপির অফিসে তালা ঝুলিয়ে সরকার নির্বাচনের নামে তামাশার উৎসব করছে: ডা. ইরান ২৪ ঘণ্টায় ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত প্রশাসনে রদবদল ইসির নজিরবিহীন হাস্যরসোদ্দীপক নাটিকা: রিজভী যুবদলের মিছিলে বোমা নিক্ষেপের অভিযোগ ৩৭ দিনে সারাদেশে ২৩৮টি যানবাহনে আগুন বছর শেষে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে সূচক বাড়লেও কমেছে লেনদেন অবরোধ সফলে সেগুনবাগিচায় যুবদলের বিক্ষোভ ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানী নিহত বিএনপি না এলেও নির্বাচন একতরফা নয়, লড়াই হবে ২৯ দলের: কাদের স্টেশন ছেড়ে গন্তব্যে পৌছাতে পারবে না নির্বাচনী ট্রেন : ১২ দলীয় জোট ‘১০ ডিসেম্বর সমাবেশ করতে আ.লীগকে ইসির অনুমতি নিতে হবে’

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ ও জাপার অর্ধশত নেতাকর্মী

  • রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

নেত্রকোনা: নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার, অক্টোবর ২৯, ২০২২, রাতে এ উপলক্ষে উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জেলা বিএনপির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালী ও উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন এসব নেতা-কর্মীকে ফুলের মালা পরিয়ে বিএনপিতে স্বাগত জানান।

বিএনপিতে যোগ দেওয়া নেতারা হলেন কেন্দুয়া উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল কবির, বলাইশিমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, কান্দিউড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জুয়েল মিয়া, আশুজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. বিল্লাল হোসেন প্রমুখ। তাঁদের নেতৃত্বে প্রায় অর্ধশত কর্মী বিএনপিতে যোগ দেন।

জেলা বিএনপির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালী বলেন, গণতন্ত্রের মুক্তির জন্য বিএনপির কোনো বিকল্প নেই। বিএনপি দেশে গণতন্ত্র আবার ফিরিয়ে আনতে আন্দোলন-সংগ্রাম চালাচ্ছে। তাই গণতন্ত্র মুক্তিকামীরা জাতীয়তাবাদী দল-বিএনপির পতাকাতলে আসতে শুরু করেছেন।

গতকাল রাতে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও জাতীয় পার্টির অন্তত ৫১ জন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। অতীত কর্মকাণ্ড পর্যালোচনায় কোনো অসন্তোষ না থাকায় তাঁদের বিএনপিতে যোগদানের সুযোগ করে দেওয়া হয়েছে। এর আগেও গত ১৩ আগস্ট আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অন্তত ৪২ জন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন।

 

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved