শিরোনাম :
তিন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর রুশ-ভারতের সাহায্য নিয়েও সরকারের পতন ঠেকানো যাবেনা বিএনপির আরও দুই নেতাকে বহিষ্কার ঋণ আমানতের সুদের ব্যবধান তুলে নিল বাংলাদেশ ব্যাংক আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ নির্বাচন পর্যবেক্ষণ: ইইউর কারিগরি প্রতিনিধি দল ঢাকায় ক্রাচে ভর করে মিছিলে যুবদল নেতা রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪ বায়ুদূষণে আজ শীর্ষ চারে ঢাকা শ্যামলের নেতৃত্বে রামপুরায় সড়ক অবরোধ ও মিছিল গাজীপুরে বাসে আগুন ইউক্রেনের গোয়েন্দাপ্রধানের স্ত্রীকে বিষপ্রয়োগ মালয়েশিয়ায় ভবন ধসে ৩ বাংলাদেশি নিহত, নিখোঁজ ৪ অবরোধের সমর্থনে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল সোনারগাঁয়ে ট্রাকে আগুন, দগ্ধ ১

বাস্থ্যগুণে ভরা কিশমিশ খেলেও বাড়তে পারে ডায়াবেটিস আর ওজন! যদি…

  • বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

প্রাচীনকাল থেকেই শক্তি বা ক্যালরির চমৎকার উৎস হিসেবে খাওয়া হচ্ছে শুকনো আঙুর বা কিশমিশ। স্বাস্থ্যগুণে এটি অতুলনীয়। কিশমিশে রয়েছে অত্যন্ত উপকারী কিছু ভিটামিন ও খনিজের ভাণ্ডার।

তাই দেহে পুষ্টির ঘাটতি দূর করার কাজে কিশমিশের জুড়ি মেলা ভার। এমনকি এতে মজুত থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ছোট-বড় রোগের ফাঁদ এড়িয়ে চলতেও আমাদের সাহায্য করে। তাই নিয়মিত কিশমিশ খাওয়া আবশ্যক।

আবার এই অতি উপকারী কিশমিশই আপনার ডায়াবেটিস এবং ওজন বৃদ্ধিসহ কয়েকটি বদ বিপদের কারণ হতে পারে! ভাবছেন কীভাবে?

আসলে একটি খাবার যতই পুষ্টিগুণে ভরপুর হোক না কেন, সেটি অবশ্যই মেপে খেতে হয়। অতিরিক্ত খেলেই হীতে বিপরীতে হয়, অর্থাৎ ক্ষতি করে। কিশমিশের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। অনেকে আছেন প্রতিদিন মুঠো মুঠো কিশমিশ খান। বিপত্তিটা তখনই ঘটবে।

চলুন তবে আর দেরি না করে অতিরিক্ত কিশমিশ খাওয়ার ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জেনে নিই।

​পেটের সমস্যা বাড়তে পারে​

কিশমিশে রয়েছে ফাইবারের ভাণ্ডার। এই উপাদান পেটের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে নিয়মিত অত্যধিক পরিমাণে কিশমিশ খেলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা বাড়ে।

কারণ, কিশমিশে থাকা ফাইবার অন্ত্রের সমস্ত পানি শুষে নিতে পারে। সে কারণে বদহজম থেকে শুরু করে ডিহাইড্রেশনসহ একাধিক গুরুতর সমস্যার খপ্পরে পড়তে পারেন। তাই সময় থাকতে এই বিষষে সাবধান হন।

​কোষেরও হতে পারে ক্ষতি​

কিশমিশ হলো পলিফেনল, বায়োফ্ল্যাভানয়েডস এবং ফাইটোনিউট্রিয়েন্টের মতো বেশকিছু উপকারী অ্যান্টিঅক্সিডেন্টর আঁতুরঘর, যা আমাদের একাধিক রোগের ফাঁদ এড়িয়ে চলতে সাহায্য করে।

তবে প্রতিদিন একগাদা কিশমিশ খেলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট ওভারডোজ হওয়ার আশঙ্কা থাকে। এই কারণে ক্ষয়ক্ষতির মুখে পড়তে পারে দেহের অসংখ্য কোষ। তাই এবার থেকে মুঠো মুঠো কিশমিশ খাওয়ার আগে একবার ভাবুন।

​উর্ধ্বমুখী হবে ওজন​

কিশমিশের ক্যালোরি ভ্যালু অনেকটাই বেশি। তাই প্রতিদিন একগাদা কিশমিশ খেলে যে শরীরে বাড়তি ক্যালোরি প্রবেশ করবে, তা বলাই বাহুল্য! এই বাড়তি ক্যালোরির কারসাজিতেই স্বাভাবিকের গণ্ডি ছাড়িয়ে যাবে ওজন।

তাই সুস্থ-সবল জীবন কাটানোর ইচ্ছা থাকলে কম পরিমাণে কিশমিশ খাওয়ার চেষ্টা করুন। নইলে কিন্তু বিপদের শেষ থাকবে না।

বাড়বে সুগার লেভেল​ বা ডায়াবেটিস

​ডায়াবেটিস রোগীদের জন্য কিশমিশ খুব একটা উপাদেয় ড্রাই ফ্রুট নয়। কারণ এই ড্রাই ফ্রুটের ক্যালোরি ভ্যালু অনেকটাই বেশি। তাই নিয়মিত একগাদা কিশমিশ খেলে যে সুগার বাড়বে, এটা সহজেই অনুমেয়।

সে কারণে ডায়াবেটিস রোগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোমতেই এই ড্রাই ফ্রুট খাবেন না। এই নিয়মটা মেনে চললেই সুস্থ থাকতে পারবেন।

​তাহলে কতটা খাবেন?​

যেকোনো সুস্থ মানুষ দিনে ৫ থেকে ১০টা কিশমিশ খেতে পারেন। এর বেশি খেলেই বিপদ। একইভাবে ডায়াবেটিস রোগীদের জন্য দিনে ২ থেকে ৫টা কিশমিশ যথেষ্ট। তাহলেই আর সমস্যার ফাঁদে পড়তে হবে না।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved