স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার হয়ে দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক ভিডিও বার্তায় পিকে নিজেই এ তথ্য জানান। পিকে জানান, শনিবার (৫ নভেম্বর) আলমেরিয়ার বিপক্ষে শেষবারের মতো বার্সেলোনার জার্সিতে মাঠে নামবেন তিনি।
তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, আটটি লা লিগা, সাতটি কোপা দেল রে জয়ী পিকে ভিডিও বার্তায় বলেন, ‘আমি এর আগেও বলেছি এখনও বলছি বার্সার পর কোনো দল নেই আর এটা এমনই থাকবে। এই শনিবার ক্যাম্প ন্যুতে বার্সেলোনার হয়ে নিজের শেষ ম্যাচ খেলবো।’
নিজের ফুটবল ক্যারিয়ারে বার্সেলোনা তাকে অনেক কিছু দিয়েছে বলে জানান তিনি। বার্সেলোনার সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পিকে বলেন, ‘ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। বার্সা আমাকে সবকিছু দিয়েছে। ক্লাবটির ভক্তরা আমাকে সবকিছু দিয়েছে। এখন যেহেতু আমার সব স্বপ্ন পূরণ হয়েছে, এই যাত্রা এখনই শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দেয়া পিকে কাতালান ক্লাবটির হয়ে খেলেছেন ৬১৫ ম্যাচ। এ ছাড়া স্পেনের জার্সি গায়ে ২০১০ সালে বিশ্বকাপও জিতেন তিনি।