স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন জাভি হার্নান্দেজ। নিয়োগ পেয়েছেন নতুন কোচ হিসেবে। ন্যু ক্যাম্পে তিনি উত্তরসূরি হয়েছেন কোচ রোনাল্ড কোম্যানের।
পুরনো ঠিকানায় ফেরার আগে এজন্য কাতারের ক্লাব আল সাদের দায়িত্ব ছেড়েন বার্সার সাবেক এ মিডফিল্ডার।
আল সাদ শুক্রবার টুইট করে জানিয়ে দেয়, বার্সেলোনা রিলিজ ক্লজের অর্থ পরিশোধ করবে। তাই তারা জাভিকে ছেড়ে দিতে রাজি।
তখন স্পষ্ট হয়ে গিয়েছিল যে, ঘরের ছেলে ঘরে ফিরতে যাচ্ছেন। পরে শুক্রবার গভীর রাতে বার্সেলোনা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জাভিকে কোচ করার ঘোষণা দেয়।