বিনোদন ডেস্ক : অভিনেতা যশ দাশগুপ্তকে বাবা হিসেবে দশের মধ্যে এগারো দিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। গণমাধ্যমের মুখোমুখি হয়ে যশের সম্পর্কে কথা বললেন নুসরাত। নুসরাত বলেন, ‘আমি সবকিছু সামলাতে পেরেছি কারণ প্রতিটি মুহূর্তে যশ আমার পাশে ছিল।
আমি যখন শুটিংয়ের জন্য বাইরে যাই, যশ-ই তো সামলে রাখে ঈশানকে। আবার ও বাড়ি না থাকলে ঈশানের সব দায়িত্ব আমার। যশকে বাবা হিসেবে নম্বর দিতে হলে, আমি দশে ১১ দেব। যশ ভীষণ ভালো একজন বাবা।’ খবর আনন্দবাজার।
নিখিল জৈনকে বিয়ে করলে যশের সঙ্গে নুসরাতের বিয়ে হয়েছে কিনা, এ তথ্য এখনো স্পষ্ট নয়। এ কারণে নিয়মিতই ট্রলের শিকার হন তিনি। এসবে অবশ্য পাত্তা দিতে চান না অভিনেত্রী। বললেন, ‘আমি এসব কথাকে বিশেষ পাত্তা দিই না। আবার আমাকে নিয়ে যারা ট্রল করেন তাদেরও দোষ দিই না। কারণ সবারই তো নিজের মত প্রকাশের স্বাধীনতা আছে!’