শিরোনাম :
বার্নিকাটের গাড়িতে হামলা : অধিকতর তদন্ত প্রতিবেদন ৯ জুলাই সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে তেলবাহী জাহাজের ট্যাংকারে বিস্ফোরণ, দগ্ধ ৬ দুপুরে শ্রমিকদের দিয়ে কাজ করাবে না আমিরাত মিশর সীমান্তে গুলিতে ৩ ইসরাইলি সেনা নিহত শ্যামলীতে আগুন লাগা বহুতল ভবন থেকে মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর গুলিতে নিহত ৭ বিশ্বজুড়ে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে হবিগঞ্জে বাসচাপায় নিহত ৩ সৌদি আরব পৌঁছেছেন ৫০০১৪ হজযাত্রী, মোট মৃত ৪ ৩০০ আসনের সীমানা নির্ধারণ করে গেজেট জাতীয় চা দিবস আজ ভারতে ট্রেন দুর্ঘটনায় ৩ বাংলাদেশি আহত তরুণ সমাবেশের মধ্যে দিয়ে সরকারের বিদায় ঘন্টা বাজবে: টুকু সরকারের পেছনে আজরাইল দাঁড়িয়ে: ফখরুল

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা পাকিস্তানের

  • সোমবার, ২০ মার্চ, ২০২৩

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে পাঁচটি একদিনের, একটি টি-টোয়েন্টি এবং একটি চারদিনের ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আগামী এপ্রিল ও মে মাসে মাঠে গড়াবে সিরিজটি।

এ সফরে আগামী ৩০ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চারদিনের ম্যাচে মাঠে নামবে দল দুটি। এ ছাড়া ৬ ও ৮ মে একই মাঠে দুটি একদিনের ম্যাচে যুব টাইগারদের বিপক্ষে মাঠে নামবে সফরকারীরা। এরপর ওয়ানডে সিরিজের বাকি তিন ম্যাচে রাজশাহীতে মাঠে নামবে দুই দেশের যুবারা। সেখানে ওয়ানডে ম্যাচ তিনটি ১১, ১৩ ও ১৫ মে মাঠে গড়াবে। এ ছাড়া একই মাঠে সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ১৭ মে মাঠে নামবে দল দুটি।

বাংলাদেশ সফরের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এতে সাদ বাগকে অধিনায়ক এবং আলী আসফান্দকে সহ-অধিনায়ক করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

করাচির ছেলে সাদ গত বছর মুলতানে অনুষ্ঠিত সিরিজেও বাংলাদেশের যুবাদের বিপক্ষে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে ছিলেন। ওই সিরিজে চারদিনের ম্যাচে ১১৭ রান, একদিনের ম্যাচে ৩০ ও টি-টোয়েন্টিতে ১০৭ রান করেছিলেন সাদ।

অন্যদিকে ফয়সালাবাদের আলী আসফান্দ একই সিরিজে খেলেছিলেন। চারদিনের ম্যাচে ৪৫ রানের সঙ্গে দুটি উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। এ ছাড়া একদিনের ম্যাচে দুই উইকেটের সঙ্গে ২৬ রান করেন তিনি। আর সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে তিনটি উইকেট নেন এই ক্রিকেটার।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ স্কোয়াড : সাদ বাগ (অধিনায়ক), আলী আসফান্দ (সহ-অধিনায়ক), আহমেদ হোসেন, আইমাল খান, আমির হোসেন, আরাফাত মিনহাস, আযান আওয়াইজ, হামজা নওয়াজ, মোহাম্মদ ইবতিসাম, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ তাহির, মোহাম্মদ তাইয়্যেব আরিফ, ওবাইদ শহিদ, সাজ্জাদ আলী, শাহজাইব খান, শ্যামল হোসেন ও ওয়াহাজ রিয়াজ।

রিজার্ভ : আবিদুল্লাহ, ইকরামুল তারিন, মুহাম্মদ জুলকিফাল।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved