শিরোনাম :
ভিসানীতির পরোয়া করে না আওয়ামী লীগ : কাদের এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৯শ ছাড়াল বাংলাদেশে ভিসানীতিতে যুক্ত হবে গণমাধ্যমও : পিটার হাস শুধু আমেরিকা নয়, দেশের মানুষও আ.লীগ সরকারকে স্যাংশন দিয়েছে: ফখরুল ‘নির্বাচন ঘিরে সব পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি’ খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকেই বহন করতে হবে: যুবদল সভাপতি সূচকের সাথে কমেছে লেনদেনও ৩ সন্তানকে নিয়ে মায়ের বিষপান, সন্তানদের মৃত্যু ‘আদালতের অনুমতি ছাড়া বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়’ কোনো একটি নীতি নিয়ে পুলকিত হওয়ার কোনো কারণ নেই: তথ্যমন্ত্রী মার্কিন ভিসা নিষেধাজ্ঞা: দেশজুড়ে তোলপাড় ‘প্রেসক্রিপশন পয়েন্টে অভিযানের নেপথ্যে মন্ত্রীর ছেলে’ এলপিজির দাম বেশি নিলে প্রয়োজনে লাইসেন্স বাতিল খালেদা জিয়াকে বিদেশে নিতে নতুন আবেদন চাওয়া অমানবিক চমক আসছে গণপরিবহনে

বাংলাদেশে ঢুকে বাড়িতে হামলা বিএসএফের

  • শনিবার, ৯ অক্টোবর, ২০২১

কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে বাংলাদেশে ঢুকে একটি বাড়িতে হামলা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বৃহস্পতিবার রাতে উপজেলা সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা নাখারজান গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বিএসএফের টানা-হেঁচড়ায় বাড়ির মালিক আহত হন।

পরে বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক হয়। রাতের অন্ধকারে চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে ভুলবশত বাংলাদেশে প্রবেশ করার দাবি করেছে ভারতীয় বাহিনী। এ ঘটনায় তারা ভুল স্বীকারও করেছে।

স্থানীয় জায়দুল হক জানান, রাত সাড়ে ৯টার দিকে সীমান্তে আন্তর্জাতিক ৯৪১ নম্বর মেইন পিলারের কাছে দু’দেশের মাদক চোরাকারবারিরা মালপত্র পার করার সময় ভারতের সেউটি-২ ছাবরি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করেন। চোরাকারবারিরা ধাওয়া খেয়ে বাংলাদেশের নাখারজান গ্রামে ঢুকে পড়ে। এ সময় বিএসএফের সদস্যরা তাদের পিছু নেন।

পরে ওই গ্রামের নিরীহ রফিকুল ইসলামের বাড়িতে চোরাকারবারিরা থাকতে পারে সন্দেহ করে গেট খোলার জন্য চাপ দেন বিএসএফ সদস্যরা। একপর্যায়ে রফিকুলের সঙ্গে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে বাড়ির গেট ও টিনের ভেড়া ভেঙে প্রবেশ করেন তারা। গালাগাল করে পরিবারটিকে। পরে এলাকার লোকজন এগিয়ে এলে বিএসএফের সদস্যরা দ্রুত তাদের ভূখণ্ডে প্রবেশ করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবগত করে এলাকাবাসী। বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিএসএফকে কড়া প্রতিবাদ জানায়।

ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, বিএসএফকে বলেছি- মাদক চোরাকারবারিরা আমার বাড়িতে প্রবেশ করেনি। তারপরও হামলা চালিয়েছে তারা। পরিবারের সদস্যদের গালাগালও করেছে।

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল আলম বলেন, ভুলবশত বিএসএফ বাংলাদেশে প্রবেশ করার দাবি করে। আমরা প্রতিবাদ জানানোয় শুক্রবার সকাল ১০টার দিকে ওই সীমান্তে পতাকা বৈঠক হয়। তারা ভুল স্বীকার করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved