ঢাকার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। শুটিংয়ের জন্য সোমবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা এসেছেন তিনি। জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখে ঢাকায় বেশিক্ষণ থাকার সুযোগ হয়নি কলকাতার এই অতিথির। চলে গেছেন চাঁদপুরে।
বাংলাদেশে আসা ও অভিনয় প্রসঙ্গে কৌশানী মুখোপাধ্যায় বলেন, ‘অন্য দেশে এসে শুটিং করছি, মনেই হচ্ছে না। মনে হচ্ছে, নিজ দেশেই আছি। ঢাকায় এয়ারপোর্টে নামার পর বেশিক্ষণ থাকা হয়নি। শুটিং স্পট চাঁদপুরে চলে এসেছি।
এখানকার ইলিশ আমাদের কলকাতায় খুবই বিখ্যাত। আসার সময় বাবা বলে দিয়েছে, ফেরার সময় যেন এখনকার ইলিশ নিয়ে ফিরি। তাই ফেরার সময় চাঁদপুরের ইলিশ নিয়েই বাড়ি ফিরবো।’
তিনি আরও বলেন, ‘প্রায় ১৫ দিনের মতো এখানে থাকা হবে। তাই কাজের ফাঁকে ফাঁকে বাংলাদেশটা একটু ঘুরে দেখতে চাই। বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করতে চাই।’
পূজন মজুমদারের পরিচালনায় ‘প্রিয়া রে’ সিনেমায় শান্ত খানের নায়িকা হিসেবে দেখা যাবে কৌশানীকে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় জানিয়েছেন, ‘বিমান থেকে ঢাকায় নেমেই সোজা চাঁদপুরে গেছেন কৌশানী।
কারণ, কাল থেকে শুটিং শুরু। পুরো টিম এখন সেখানে অবস্থান করছে। নায়ক শান্ত খান আগে থেকেই চাঁদপুরে ছিলেন।’
এদিকে সিনেমার প্রযোজক সেলিম খান জানান, কৌশানী ঢাকা এসেই সরাসরি চাঁদপুর চলে গেছেন। সেখানেই শুটিং হবে। আগামীকাল থেকে পুরোদমে শুটিং করবেন তিনি।
এতে তার বিপরীতে আছেন শান্ত খান। কৌশানী প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন।