রংপুর: বাংলাদেশের অর্থনীতি চিবিয়ে নয়, গিলে খেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার। তিনি এখন বাংলাদেশকে গিলে খাওয়ার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে রংপুর নগরীর কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার নাকি বিএনপিকে ভয় পায় না, যদি তাই হয় তাহলে সমাবেশের আগে কেন পরিবহন বন্ধ করে দেন। আন্দোলনে নামায় বিএনপির নেতাকর্মীদের গুলি করে হত্যা করেন কেন? আপনাদের ভয় ধরেছে। জনগণ তা বুঝে ফেলছে। এই সরকার এখন জঙ্গিবাদের মিথ্যে ধোঁয়া তুলছেন। এই মিথ্যে ধোঁয়া আর কাজে আসবে না। তিনি জেল জুলুমের ভয় দেখান, সেটাতেও বিএনপি এখন ভয় পায় না। আমাদের বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হয়েছে। অনেক নেতাকর্মীকে গুম করেছে, তাদের হত্যা করেছে। আপনাদের রংপুরের ২ জন গুম হয়েছে, আজও তাদের খোঁজে পাওয়া যায়নি।
তিনি বলেন, তার বাবার শাসনামলেও ১৯৭৪ সালে দূর্ভিক্ষ হয়েছিল। এই রংপুর অঞ্চলের কুড়িগ্রামে দূর্ভিক্ষের কারণে বাসন্তী তার ইজ্জত ঢেকেছিল জাল দিয়ে। এ সরকার চোর সরকার, তাই আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দূর্ভিক্ষ তৈরি হয়। এই দূর্ভিক্ষের জন্য কেউ দায়ী নয়, দায়ী শেখ হাসিনা সরকার। এজন্য দেশকে বাঁচাতে এই জালিম সরকার, চোর সরকারকে আর একদিনেও রাখা যাবে না, তাদের হঠাতে হবে। না হলে এ দেশ দেউলিয়া হয়ে যাবে।
মানবধিকার নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার মানবধিকার নিয়ে আন্তর্জাতিকভাবে মিথ্যে তথ্য দেয়। আন্তর্জাতিক মানবধিকার সংস্থাগুলো এই সরকারের তথ্যকে সত্য বলে নেয় না, তারা বলছেন আওয়ামী লীগ মিথ্যে তথ্য প্রদান করেন।
তিনি আরও বলেন, এ সরকারের বিরুদ্ধে মানুষ জেগেছে, তাদের আর দমানো যাবে না, তারেক জিয়ার ডাকে মানুষ বাংলাদেশকে মুক্ত করতে চায়। পার্লামেন্টে আমাদের ৭ জন সদস্য রয়েছে, তারা সবাই প্রস্তুত রয়েছে পদত্যাগ করতে। দলীয় সিদ্ধান্ত হলেই তারা সংসদ থেকে পদত্যাগ করবে।
রংপুর বিভাগীয় গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয়, স্থানীয় নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান সামু ও সঞ্চালনা করেন মহানগন বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন।