বিনোদন ডেস্ক : ভেঙে যাচ্ছে আলোচিত-সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেলের সংসার। গত ১১ সেপ্টেম্বর তার বাসায় ডিভোর্স লেটার পাঠিয়েছেন স্ত্রী মেহরুবা সালসাবিল। নির্ধারিত সময় পার হলে বিচ্ছেদ কার্যকর হয়ে যাবে। খবরটি নোবেল এবং সালসাবিল দু’জনেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
প্রেম করেই সালসাবিলের সঙ্গে ঘর বেঁধেছিলেন নোবেল। কিন্তু টিকলো না সেই ঘর। তাই এবার বাবা-মায়ের পছন্দে বিয়ে করতে চান তিনি। সংবাদমাধ্যমের কাছে নোবেল বললেন, ‘এবার আমি বিয়ে করব বাবা-মায়ের পছন্দে। আমি ২৫ বছরের একটা ছেলে। আরেকটা বিয়ে করে ফেলব। আমার বহু জায়গা থেকে প্রস্তাব আছে।’
বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ১১ সেপ্টেম্বর নোবেলকে তালাকের নোটিশ পাঠান সালসাবিল। সেখানে তিনি নোবেলকে ‘মানসিকভাবে অসুস্থ’ উল্লেখ করেন। সম্প্রতি এক ফেসবুক পোস্টে এ কথা নোবেলই প্রকাশ করেন। ওই পোস্টে তিনি শুধু লেখেন ‘ডিভোর্স’। কিন্তু কেন হঠাৎ বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেন সালসাবিল?
এ প্রসঙ্গে তিনি গণমাধ্যমকে জানান, নোবেল মানসিকভাবে চরম অসুস্থ, মাদকাসক্ত এবং নারীর নেশায় মত্ত। আমাকে নানাভাবে নির্যাতন করতো সে। আমার কাছে সেগুলোর প্রমাণও আছে। এই কারণেই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।’
সালসাবিলের এই বক্তব্যের বিপরীতে নোবেল ফেসবুকে একটি পোস্টে লেখেন, ‘শেষ পর্যন্ত আমাকে মেরে ফেলার প্ল্যানে ব্যর্থ হল। তাই আমাকে ডিভোর্স নোটিশ পাঠালো এই ঠগ মহিলা!’ নোবেলের অভিযোগ, তাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছেন সালসাবিল। তার ক্যারিয়ার ধ্বংসের জন্য একটি নির্দিষ্ট পক্ষের হয়ে কাজ করছেন।
কিছুদিন আগেই নোবেলের দাম্পত্য কলহ প্রকাশ্যে এসেছিল। সে সময় তিনি একটি পোস্টে জানান, বাবা হতে চলেছেন। পরে তার স্ত্রী সালসাবিল অন্য একটি পোস্টে এই খবরকে মিথ্যা বলে উল্লেখ করেন। জানান, নোবেলকে তিনি এ ব্যাপারে কিছু বলেননি। তাহলে নোবেল কীভাবে জানলো যে সে বাবা হতে চলেছে।
পরবর্তীতে আরেকটি পোস্টে নোবেল দাবি করেন, তার আসন্ন সন্তানকে পিল খেয়ে হত্যা করেছেন স্ত্রী সালসাবিল।
ওই পোস্টে তিনি লেখেন, ‘২৩ বছর বয়সে বাবা হওয়ার খুশি আমার পক্ষে ধরে রাখা সম্ভব হয়নি। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার লক্ষণগুলো আমাকে জানাতেই আমি মেডিকেল টেস্টের আগেই আনন্দে খবরটি প্রকাশ করি। সম্ভাব্য পিতা হিসেবে বিষয়টা কি স্বাভাবিক নয়? আপনি বাবা হওয়ার ইঙ্গিত পেলে কি করতেন?’
বাবা হওয়ার খবর সামনে আনায় স্ত্রী সালসাবিল তাকে হুমকি দিয়েছিলেন বলেও সে সময় দাবি করেছিলেন নোবেল। ভারতের জি বাংলায় প্রচারিত ‘সারেগামাপা’ রিয়্যালিটি শো থেকে উত্থান গোপালগঞ্জের এই ছেলের। ওই শো থেকেই তিনি বিতর্কের কেন্দ্রে। তিন বছরের বেশি সময় ধরে নোবেলকে ঘিরে নানা বিতর্ক এখনো অব্যাহত।