বিনোদন ডেস্ক : তৃণমূলের তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন বিজেপির বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ে দেবকে নজিরবিহীন আক্রমণ শানালেন তিনি। বিতর্কের মাঝে টেনে আনলেন দেব বান্ধবী রুক্মিনী মৈত্রকেও।
সম্প্রতি ঘাটাল শহরের দুই নাম্বার ওয়ার্ডে দলীয় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খড়গপুর সদরের বিধায়ক হিরণ। ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের মতো রাজনৈতিক পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিত্বরা। বিতর্কের সূত্রপাত এই সভা থেকেই।
সামাজিক মাধ্যমে এ দিনের অনুষ্ঠান থেকে হিরণের মন্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেবের নাম না করেই তারকা বিধায়ককে বলতে শোনা যায়, ‘সাংসদ হিসাবে প্রতি মাসে মাইনে নেব। এখানে যা কাজ হবে সেখান থেকে কাটমানি নেব। আবার গরু চোর এনামুল হকের কাছ থেকে কাটমানি নেব। কাটমানি নিয়ে সিনেমা করব, গার্লফ্রেন্ডকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাতে যাব।’
এখানেই থামেননি হিরণ। তীব্র কটাক্ষ শানিয়ে তিনি আরও বলেন, ‘গার্লফ্রেন্ডকে নিয়ে আমি মালদ্বীপে সুইমিং করব আর ঘাটালের মানুষ বন্যার সময়ে জলের তলায় সুইমিং করবে।’
দেব যদিও বিষয়টা নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেননি। প্রতি বছর ঘাটালের ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা কারোর অজানা নয়। ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে কেন্দ্রের কাছেও সুপারিশ করেছেন তিনি একাধিকবার।