শিরোনাম :
ভিসানীতির পরোয়া করে না আওয়ামী লীগ : কাদের এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৯শ ছাড়াল বাংলাদেশে ভিসানীতিতে যুক্ত হবে গণমাধ্যমও : পিটার হাস শুধু আমেরিকা নয়, দেশের মানুষও আ.লীগ সরকারকে স্যাংশন দিয়েছে: ফখরুল ‘নির্বাচন ঘিরে সব পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি’ খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকেই বহন করতে হবে: যুবদল সভাপতি সূচকের সাথে কমেছে লেনদেনও ৩ সন্তানকে নিয়ে মায়ের বিষপান, সন্তানদের মৃত্যু ‘আদালতের অনুমতি ছাড়া বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়’ কোনো একটি নীতি নিয়ে পুলকিত হওয়ার কোনো কারণ নেই: তথ্যমন্ত্রী মার্কিন ভিসা নিষেধাজ্ঞা: দেশজুড়ে তোলপাড় ‘প্রেসক্রিপশন পয়েন্টে অভিযানের নেপথ্যে মন্ত্রীর ছেলে’ এলপিজির দাম বেশি নিলে প্রয়োজনে লাইসেন্স বাতিল খালেদা জিয়াকে বিদেশে নিতে নতুন আবেদন চাওয়া অমানবিক চমক আসছে গণপরিবহনে

বন্যায় আসামে পানিবন্দি সোয়া ২ লাখ মানুষ

  • সোমবার, ৩০ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে দিনদিন বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। প্রবল বর্ষণের কারণে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে যাওয়ায় এরই মধ্যে রাজ্যের ১৫ জেলার সোয়া ২ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, টানা বর্ষণে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বাকসা, বারপেতা, বিশ্বনাথ, বনগাঁও, চিরাং, ধিমাজি, দিবরুগ্রাি, গোলাঘাট, জোরহাট, লক্ষ্মীপুর, মাজুলি, মরিগাঁও, সিভাসাগর, সোনিতপুর এবং তিনসুকিয়া জেলার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এসব জেলার অন্তত ৫১২টি গ্রাম পানিতে তলিয়ে রয়েছে।

এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় ব্রহ্মপুত্রের পানি বেড়েই চলছে। উজানে অরুণাচল প্রদেশে বৃষ্টিপাত ব্রহ্মপুত্রে পানি বাড়িয়ে যাচ্ছে। যা নদটির অববাহিকায় বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে নিয়ে যাচ্ছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ্মীপুর জেলার মানুষ। জেলার ৯১ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। মাজুলিতে পানিবন্দি হয়ে পড়েছেন ৪৭ হাজারের বেশি মানুষ, ধিমাজিতে এ সংখ্যা ৩১ হাজারের বেশি। এরইমধ্যে ৬২টি আশ্রয়কেন্দ্রে বন্যা উপদ্রুত এলাকার প্রায় সাত হাজার মানুষ অবস্থান নিয়েছেন।

এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ সেতু। বিভিন্ন এলাকায় পানিতে তলিয়ে গেছে জমির ফসল। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। বিভিন্ন এলাকায় আটকে পড়া লোকজনকে উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved