স্পোর্টস ডেস্ক : বয়সভিত্তিক দল থেকেই দু’জনে খেলছেন একসঙ্গে। তাই তাদের মধ্যে বন্ধুত্বটাও বেশ গাঢ়। তবে, ফুটবলে একজনের যাত্রা শেষ হতে চলেছে।
শারীরিক অসুস্থতার কারণে ফুটবলকে বিদায় বলে দিয়েছেন সার্জিও আগুয়েরো। স্বাভাবিক আরেক বন্ধু লিওনেল মেসির মন ভার। তবুও আবেগঘন বার্তায় বন্ধুর নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন পিএসজির এ তারকা ফরোয়ার্ড।
ধবার বার্সেলোনায় এক সংবাদ সম্মেলনে আগুয়েরো জানিয়ে দিয়েছেন, আর পেশাদার ফুটবল খেলা হচ্ছে না তার। স্পেনের দৈনিক মার্কার খবরে জানা গেছে, আর্জেন্টিনার বর্তমান সময়ের অন্যতম সেরা তারকা আগুয়েরো হৃদরোগে আক্রান্ত হয়ে ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। অ্যাথলেটিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির পর বার্সেলোনায় যোগ দেওয়া এই ফুটবলার বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নেন।
আগুয়েরোর বিদায় নিয়ে লিওনেল মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘প্রায় পুরো ক্যারিয়ারই একসঙ্গে, কুন (সের্হিও আগুয়েরো)। আমাদের অসাধারণ কিছু মুহূর্ত আছে এবং আরও কিছু মুহূর্ত অতটা দারুণ না হলেও সময়গুলো আমাদের আরও ঘনিষ্ঠ করেছে। আমরা ভালো বন্ধু হয়ে উঠেছি। মাঠের বাইরেও আমাদের এ সম্পর্ক বজায় থাকবে।’
মেসি আরও লিখেছেন, ‘মাত্র কয়েক মাস আগে কোপা আমেরিকা জয়ের আনন্দময় মুহূর্ত, সঙ্গে ইংল্যান্ডে তুমি যা অর্জন করেছো এবং সত্যিটা এই যে, তুমি যে কাজটা করতে সবচেয়ে বেশি ভালোবাসো, সেটাই আজ বন্ধ করতে হলো, তা দেখে অনেক কষ্ট লাগছে। আমি নিশ্চিত যে, তুমি সুখী থাকবে। কারণ, তুমি এমন একজন মানুষ যে আনন্দের দীপ্তি ছড়িয়ে দেয় এবং আমরা যারা তোমাকে ভালোবাসি, তোমার পাশেই থাকব। এখন তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এবং আমি নিশ্চিত যে, তুমি সেটা একই উদ্দীপনার সঙ্গে হাসিমুখে উপভোগ করবে। জীবনের নতুন অধ্যায়ে তোমাকে শুভকামনা! আমি তোমাকে খুব ভালোবাসি বন্ধু। তোমার সঙ্গে মাঠে এবং জাতীয় দলে কাটানো সময়টা অনেক মিস করব।’