শিরোনাম :
এক কলে জানা যাবে পাসপোর্ট-ভিসার সব তথ্য নিষ্ক্রিয়তার দায় ছাত্রদলের ৬ নেতাকে অব্যাহতি প্রথম আলোর সেই সাংবাদিক কাশিমপুর কারাগারে এই সরকারের হাতে কোন মানুষ নিরাপদ নয় : যুবদল সভাপতি স্বাধীনতার নামে সাংবাদিকতা নিয়ে রাজনীতি করা উচিত নয়: তথ্যমন্ত্রী তিন মাসে নির্যাতন ও হয়রানির শিকার ৫৬ সাংবাদিক : আসক দুই হেলিকপ্টার বিধ্বস্তেও ঘটনায় ৯ মার্কিন সেনা নিহত যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : শিক্ষামন্ত্রী মার্কিন নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার আহ্বান খাবারের বিনিময়ে উত্তর কোরিয়ার অস্ত্র চায় রাশিয়া: যুক্তরাষ্ট্র ভারতে পাচারের সময় ৪০ হাজার ডলার জব্দ মধ্যপ্রদেশে মন্দিরে কূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত চালু হলো মেট্রোরেলের সব স্টেশন জাল নোট চেনার সহজ উপায় ফের বাড়ছে ব্রয়লার মুরগির দাম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বেরোবির নতুন ছাত্র উপদেষ্টার শ্রদ্ধা

  • রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

ইভান চৌধুরী, বেরোবি প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক নুরুজ্জামান খান।

আজ রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্বববিদ্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জানান তিনি।

এসময় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি এইচ এম তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ চৌধুরীসহ অন্যান্য শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে নতুন এই ছাত্র উপদেষ্টা বলেন, এ বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা সেশন জট। এ বিষয়ে বিগত প্রশাসনের কাজ ছিল শুধু মুখে এবং কাগজে কলমে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ স্যারের নেতৃত্বে প্রশাসন শিক্ষার্থীদের সেশন জট নিরসনে ও শিক্ষার্থীদের নিয়ে কাজ করছেন।

বর্তমান উপাচার্য স্যারের নেতৃত্বে সেশনজট নির্মূল করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শুধু তাই নয়, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাওয়া প্রত্যয় ব্যক্ত করেন নতুন এই পরিচালক।

এর আগে একই দিন সকাল ১০টায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক হিসেবে যোগদান করেন তিনি। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নুরুজ্জামান খান কে এ দায়িত্ব প্রদান করা হয়।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved