শিরোনাম :
‘ইসরায়েলে কোনো জাহাজ যেতে দেব না’, হুথির হুঁশিয়ারি বিশ্ব মানবাধিকার দিবস আজ সাঁকো থেকে পড়ে তরুণের মৃত্যু নিউজিল্যান্ডের কাছে হেরে সিরিজ ড্র করল টাইগাররা ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই প্রার্থিতা ফিরে পেতে ও বাতিলে ইসিতে ৫৬১ আপিল ‘আ.লীগের লুটপাট-দুর্নীতির কারণে দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি’ গাজায় যুদ্ধবিরতি চায় শতাধিক দেশ মেক্সিকোতে সন্ত্রাসী-গ্রামবাসীর সংঘর্ষে ১১ জন নিহত জনগণ সরকারের নির্বাচনী নাটক রুখে দিবে : সেলিমা রহমান ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা মতিঝিল ও রামপুরায় জামায়াতের বিক্ষোভ মিছিল দুর্নীতি শুধু বাংলাদেশে নয়, বৈশ্বিক সমস্যা: দুদক চেয়ারম্যান ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না’ ২য় ইনিংসে ভরাডুবি, কিউইদের টার্গেট ১৩৭

ফ্লোর প্রাইস নিয়ে বিএসইসির সঙ্গে বসছে আইএমএফ

  • সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

ঢাকা : পুঁজিবাজারের বর্তমান ইস্যু এবং ফ্লোর প্রাইস আরোপসহ বেশ কিছু বিষয় নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে বৈঠকে বসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ।

৭ নভেম্বর বিএসইসির সঙ্গে আইএমএফের এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার ও নির্বাহী কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে বন্ড মার্কেটের উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ, কমপ্লায়েন্স অবকাঠামো এবং বাজারে প্রয়োগের ব্যবস্থা নিয়েও আলোচনা করা হবে বলে জানা গেছে।

চলমান দরপতন রোধে চলতি বছরের ২৮ জুলাই কমিশন পুঁজিবাজারে ফ্লোর প্রাইস আরোপ করে। এর বাজার ঊর্ধ্বমুখী হলেও বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর তিনভাগের দুই ভাই ফ্লোর প্রাইসে আটকে রয়েছে। ইচ্ছা থাকা সত্ত্বেও এসব কোম্পানির শেয়ার কেনা বেচা করতে পারছেন না বিনিয়োগকারীরা। এর ফলে ক্রমাগতভাবে কমছে পুঁজিবাজারের লেনদেন।

৪ দশমকি ৫ বিলিয়ন ডলারের প্রস্তাবিত ঋণ চুক্তি নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটন থেকে ঋণদাতা আইএমএফের প্রতিনিধি দল গত ২৬ অক্টোবর ঢাকায় এসেছে। আইএমএফের নেতৃত্ব দিচ্ছেন রাহুল আনন্দ। এই দলটি ৯ নভেম্বর পর্যন্ত সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে বৈঠক করবে।

ঢাকায় এসে গত ২৭ অক্টোবর তারা প্রথমদিন অর্থ বিভাগের বিভিন্ন শাখার সঙ্গে একাধিক বৈঠক করে। তারপর বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করেছে।

আইএমএফ হলো জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের মুদ্রামানের বাড়ানো-কমানোর পর্যবেক্ষণ করা এর প্রধান কাজ। এই সংস্থার কার্যক্রম শুরু হয় ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved