শিরোনাম :
প্রথম আলোর সেই সাংবাদিক কাশিমপুর কারাগারে আওয়ামী লীগ দেশে ভয় ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে : টুকু স্বাধীনতার নামে সাংবাদিকতা নিয়ে রাজনীতি করা উচিত নয়: তথ্যমন্ত্রী তিন মাসে নির্যাতন ও হয়রানির শিকার ৫৬ সাংবাদিক : আসক দুই হেলিকপ্টার বিধ্বস্তেও ঘটনায় ৯ মার্কিন সেনা নিহত যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : শিক্ষামন্ত্রী মার্কিন নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার আহ্বান খাবারের বিনিময়ে উত্তর কোরিয়ার অস্ত্র চায় রাশিয়া: যুক্তরাষ্ট্র ভারতে পাচারের সময় ৪০ হাজার ডলার জব্দ মধ্যপ্রদেশে মন্দিরে কূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত চালু হলো মেট্রোরেলের সব স্টেশন জাল নোট চেনার সহজ উপায় ফের বাড়ছে ব্রয়লার মুরগির দাম রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৪ গভীর রাতে বাড়ি ফিরেছে রাজধানীতে নিখোঁজ চার বান্ধবী

ফ্রি প্রেস সম্মাননা পেলেন বাংলাদেশের রোজিনা, ভারতের বুরহান

  • বুধবার, ৩ নভেম্বর, ২০২১

ঢাকা : দ্য হেগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন বুরহান। কিন্তু বাংলাদেশ পুলিশ পাসপোর্ট জব্দ করে রাখায় সশরীরে উপস্থিত হয়ে পুরস্কারটি নিতে পারেননি রোজিনা ইসলাম। পাকিস্তানি সাংবাদিক হামিদ মীরের হাত থেকে রোজিনার হয়ে পুরস্কারটি গ্রহণ করেন তার স্বামী মো. মনিরুল ইসলাম।

দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম এবং ভারতের ভাট বুরহান চলতি বছর সাংবাদিকতায় মর্যাদাপূর্ণ ফ্রি প্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন।

এ বছর দুটি ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে নেদারল্যান্ডসভিত্তিক সংগঠন ফ্রি প্রেস আনলিমিটেড। মঙ্গলবার সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় সংগঠনটি।

‘সবচেয়ে দৃঢ়প্রত্যয়ী সংবাদকর্মী’র ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন রোজিনা। করোনাভাইরাস মহামারির সময়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতে দুর্নীতির খবর প্রকাশের জন্য সাহসিকতার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেয়া হয় তাকে। খবর সংগ্রহের সময় প্রশাসনিক হয়রানির শিকার হয়েছিলেন রোজিনা, বেশ কিছুদিন ছিলেন কারাবন্দি।

আর কাশ্মিরি সাংবাদিক ভাট বুরহানকে পুরস্কার দেয়া হয় ‘বছরের সেরা নবাগত’ ক্যাটাগরিতে।

ফ্রি প্রেস আনলিমিটেডের ওয়েবসাইটে জানানো হয়, ‘সবচেয়ে দৃঢ়প্রত্যয়ী সংবাদকর্মী’ পুরস্কারবিজয়ী হিসেবে রোজিনা সাড়ে সাত হাজার ইউরো নগদ পেয়েছেন। আর ‘বছরের সেরা নবাগত’ হিসেবে বুরহান দেড় হাজার ইউরোর একটি বৃত্তি পেয়েছেন।

দ্য হেগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন বুরহান। কিন্তু বাংলাদেশ পুলিশ পাসপোর্ট জব্দ করে রাখায় সশরীরে উপস্থিত হয়ে পুরস্কারটি নিতে পারেননি রোজিনা ইসলাম। পাকিস্তানি সাংবাদিক হামিদ মীরের হাত থেকে রোজিনার হয়ে পুরস্কারটি গ্রহণ করেন তার স্বামী মো. মনিরুল ইসলাম।

ফ্রি প্রেস সম্মাননার জন্য এ বছর মনোনয়ন পেয়েছিলেন বেলারুশের রামান ভাসিউকোভিচ, মরক্কোর ওমর রাদিক, মিয়ানমারের আয় মিন্ত থান্ত ও অ্যাঙ্গোলার ইসরায়েল গ্রাসা কাম্পোস নামের আরও চার সাংবাদিক।

এক বিবৃতিতে ফ্রি প্রেস আনলিমিটেড জানিয়েছে, ভীষণ প্রতিকূল পরিবেশে কাজ করেও থেমে যাননি এই সংবাদকর্মীরা। বরং জনগণের কাছে তথ্য প্রকাশের লক্ষ্যে নিজেদের মেধার সর্বোচ্চ ব্যবহার করতে দৃঢ়প্রত্যয়ী ছিলেন তারা।

গত বছর পুরস্কারটি পেয়েছিলেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা। চলতি বছর সাহিত্যে নোবেল পেয়েছেন তিনি।

বিশ্বের ৪০টির বেশি দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতায় উৎকর্ষের ওপর কাজ করছে ফ্রি প্রেস আনলিমিটেড। বিশ্বজুড়ে ৯০টির বেশি সংবাদমাধ্যমের সঙ্গে যোগসূত্র রয়েছে প্রতিষ্ঠানটির।

ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত ফ্রি প্রেস আনলিমিটেড।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved