ঢাকা : দ্য হেগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন বুরহান। কিন্তু বাংলাদেশ পুলিশ পাসপোর্ট জব্দ করে রাখায় সশরীরে উপস্থিত হয়ে পুরস্কারটি নিতে পারেননি রোজিনা ইসলাম। পাকিস্তানি সাংবাদিক হামিদ মীরের হাত থেকে রোজিনার হয়ে পুরস্কারটি গ্রহণ করেন তার স্বামী মো. মনিরুল ইসলাম।
দেশের শীর্ষ দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম এবং ভারতের ভাট বুরহান চলতি বছর সাংবাদিকতায় মর্যাদাপূর্ণ ফ্রি প্রেস অ্যাওয়ার্ড পেয়েছেন।
এ বছর দুটি ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে নেদারল্যান্ডসভিত্তিক সংগঠন ফ্রি প্রেস আনলিমিটেড। মঙ্গলবার সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয় সংগঠনটি।
‘সবচেয়ে দৃঢ়প্রত্যয়ী সংবাদকর্মী’র ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন রোজিনা। করোনাভাইরাস মহামারির সময়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতে দুর্নীতির খবর প্রকাশের জন্য সাহসিকতার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেয়া হয় তাকে। খবর সংগ্রহের সময় প্রশাসনিক হয়রানির শিকার হয়েছিলেন রোজিনা, বেশ কিছুদিন ছিলেন কারাবন্দি।
আর কাশ্মিরি সাংবাদিক ভাট বুরহানকে পুরস্কার দেয়া হয় ‘বছরের সেরা নবাগত’ ক্যাটাগরিতে।
ফ্রি প্রেস আনলিমিটেডের ওয়েবসাইটে জানানো হয়, ‘সবচেয়ে দৃঢ়প্রত্যয়ী সংবাদকর্মী’ পুরস্কারবিজয়ী হিসেবে রোজিনা সাড়ে সাত হাজার ইউরো নগদ পেয়েছেন। আর ‘বছরের সেরা নবাগত’ হিসেবে বুরহান দেড় হাজার ইউরোর একটি বৃত্তি পেয়েছেন।
দ্য হেগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণ করেন বুরহান। কিন্তু বাংলাদেশ পুলিশ পাসপোর্ট জব্দ করে রাখায় সশরীরে উপস্থিত হয়ে পুরস্কারটি নিতে পারেননি রোজিনা ইসলাম। পাকিস্তানি সাংবাদিক হামিদ মীরের হাত থেকে রোজিনার হয়ে পুরস্কারটি গ্রহণ করেন তার স্বামী মো. মনিরুল ইসলাম।
ফ্রি প্রেস সম্মাননার জন্য এ বছর মনোনয়ন পেয়েছিলেন বেলারুশের রামান ভাসিউকোভিচ, মরক্কোর ওমর রাদিক, মিয়ানমারের আয় মিন্ত থান্ত ও অ্যাঙ্গোলার ইসরায়েল গ্রাসা কাম্পোস নামের আরও চার সাংবাদিক।
এক বিবৃতিতে ফ্রি প্রেস আনলিমিটেড জানিয়েছে, ভীষণ প্রতিকূল পরিবেশে কাজ করেও থেমে যাননি এই সংবাদকর্মীরা। বরং জনগণের কাছে তথ্য প্রকাশের লক্ষ্যে নিজেদের মেধার সর্বোচ্চ ব্যবহার করতে দৃঢ়প্রত্যয়ী ছিলেন তারা।
গত বছর পুরস্কারটি পেয়েছিলেন ফিলিপাইনের সাংবাদিক মারিয়া রেসা। চলতি বছর সাহিত্যে নোবেল পেয়েছেন তিনি।
বিশ্বের ৪০টির বেশি দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতায় উৎকর্ষের ওপর কাজ করছে ফ্রি প্রেস আনলিমিটেড। বিশ্বজুড়ে ৯০টির বেশি সংবাদমাধ্যমের সঙ্গে যোগসূত্র রয়েছে প্রতিষ্ঠানটির।
ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত ফ্রি প্রেস আনলিমিটেড।