শিরোনাম :
টানা চার সপ্তাহ ঊর্ধ্বমুখী শেয়ারবাজার আগামীকাল দিনাজপুর অভিমুখে রোডমার্চ করবে গণতন্ত্র মঞ্চ ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকার জন্য পাশ্চিমাদের দায়ী করল চীন ভারতে ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ঘুরে দাঁড়াবার বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী: কাদের তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হতে পারে না: মির্জা ফখরুল ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮ সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ২০.৪১% রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৩২ কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির আত্মহত্যা ব্রিটিশ এয়ারওয়েজকে ১১ লাখ ডলার জরিমানা ট্রাকের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত বিশ্বজুড়ে করোনায় আরও ১৩৬ জনের মৃত্যু, কমেছে শনাক্ত ফিলিস্তিনি শরণার্থীদের আর্থিক সহায়তা দেবে বাংলাদেশ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

ফের মডার্নার টিকায় দূষণ

  • বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মডার্নার করোনা টিকায় আবারও অদ্ভূত বস্তু শনাক্তের দাবি করেছে জাপান। দেশটির কানাগাওয়া এলাকার গবেষকরা এই দূষণ খুঁজে পেয়েছেন বলে বুধবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এর আগে চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের তৈরি এই করোনা টিকার মধ্যে ক্ষুদ্র ও কালো পদার্থ খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছিল জাপান।

মঙ্গলবার জাপানের কানাগাওয়া এলাকার প্রশাসনিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আরও বেশি সংখ্যক মানুষের মাঝে মাডার্নার টিকা ব্যবহারের আগে সেটিতে অদ্ভূত কোনো বস্তুর উপস্থিতি রয়েছে কি না তা পরীক্ষারর সময় একটি শিশিতে কয়েকটি কালো কণার সন্ধান পেয়েছেন গবেষক। এরপরই যে লট থেকে শিশিটি সংগ্রহ করা হয়েছিল সেই লটে থাকা মডার্নার সকল টিকার প্রয়োগ ওই এলাকায় স্থগিত করা হয়েছে।

টিকায় দূষিত উপাদান পাওয়ার পর গত বৃহস্পতিবার জাপানের ৮৬৩টি টিকাকেন্দ্রে সরবরাহ করা মডার্নার ১৬ লাখ ৩০ হাজার ডোজের প্রয়োগ স্থগিত করা হয়। এরপর গত শনিবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যে, মডার্নার করোনা টিকা নেওয়ার পর দেশটিতে সম্প্রতি দু’জন মারা গেছেন।

মৃত ওই দুই ব্যক্তি যে লট থেকে টিকা নিয়েছিলেন পরে সেগুলো পরীক্ষা করে দূষিত বলে শনাক্ত করা হয়। এরপরই দেশের অনেক এলাকায় মডার্নার টিকা প্রয়োগ স্থগিত করা হয়।

জাপান সরকার এর আগে জানিয়েছিল যে, মডার্নার টিকার নিরাপত্তা বা কার্যকারিতা নিয়ে নেতিবাচক কিছু এখনও খুঁজে পাওয়া যায়নি। তবে পূর্ব সতর্কতার অংশ হিসেবে টিকাদান স্থগিত রাখা হয়েছে। এছাড়া টিকা নেওয়ার পর মারা যাওয়া ওই দুই ব্যক্তির মৃত্যুর কারণও তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে মডার্নার করোনা টিকার মধ্যে ক্ষুদ্র ও কালো পদার্থ শনাক্তের কথা জানিয়েছিল জাপান। গত রোববার জাপানের রাজধানী টোকিওর কাছে গুনমা এলাকায় এই দূষণ শনাক্ত করা হয়।

সেসময় গুনমা এলাকার এক কর্মকর্তা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার করোনা টিকার শিশিতে একটি ক্ষুদ্র ও কালো পদার্থ খুঁজে পাওয়া গেছে। এরপরই যে লট থেকে শিশিটি সংগ্রহ করা হয়েছিল সেই লটে থাকা মডার্নার সকল টিকার প্রয়োগ গুনমা এলাকায় স্থগিত করা হয়েছে।

তবে মডার্না জানিয়েছে, তাদের তৈরি টিকায় নিরাপত্তা ঝুঁকি বা কার্যকারিতা হ্রাসের মতো কিছুই এখনও শনাক্ত হয়নি।

কানাগাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহজনক কালো কণা খুঁজে পাওয়া শিশিটি সংগ্রহ করেছে জাপানে মডার্নার টিকার স্থানীয় পরিবেশক তাকেদা ফার্মাসিউটিক্যাল। সন্দেহজনক এই কণা খুঁজে পাওয়ার আগে ৩ হাজার ৭৯০ জন মানুষ ইতোমধ্যেই ওই লট থেকে টিকা নিয়েছেন।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved