শিরোনাম :
ইফতারির আগমুহূর্তে বজ্রপাতে ৩ জনের মৃত্যু তিনটি বইয়ের জন্য ‘বিশেষ সাহিত্য পুরস্কার’ পেলেন বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে একযোগে কাজ করতে হবে ‘বাংলাদেশের অনেক অর্জনের মধ্যে একটি অর্থনৈতিক উন্নয়ন’ যমুনা নদীতে গোসল করতে নেমে ২ ভাইয়ের মৃত্যু একসঙ্গে ৩৬টি উপগ্রহ পাঠালো ইসরো নির্বাচনকে সামনে রেখে কদর বাড়ছে বিদেশি কূটনীতিকদের ফের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, মৃত্যু ১৯ দেশের মানুষ আর কোনো অপশক্তিকে ক্ষমতায় চায় না: শিক্ষামন্ত্রী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র খালার জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেল ২ ভাইয়ের রোহিঙ্গা শিবিরে জাতিসংঘের জাকাত ফান্ডের টাকা ৭ মাসে মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক বেড়েছে দেড় কোটি আগের ২ শর্তেই মুক্তির মেয়াদ বাড়ল খালেদা জিয়ার গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রাম অব্যাহত থাকবে : ফখরুল

ফার্মগেট এলাকায় বাসের ধাক্কায় ক্রিকেটারের মৃত্যু

  • শনিবার, ২৮ আগস্ট, ২০২১

ঢাকা : রাজধানীর ফার্মগেট এলাকায় বাসের ধাক্কায় তরুণ ক্রিকেটার নীরব খান শহীদের (৩২) মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে একটি বাসের ধাক্কায় মারা যান তিনি।

দুর্ঘটনার সময় মোটরসাইলেকে থাকা গুরুতর আহত হয়েছেন আফজাল হোসেন নামে এক যুবক। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। নীরব শরীয়তপুর ডামুড্যা উপজেলার মৃত আবুল কালামের ছেলে। দুর্ঘটনায় নিহত নীরব কলাবাগান ক্রীড়াচক্রের প্রথম বিভাগের ক্রিকেটার ছিলেন। ঢাকায় তিনি কেরানীগঞ্জ আটিবাজার এলাকায় থাকতেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বেপরোয়া গতিতে এয়ারপোর্ট বঙ্গবন্ধু পরিবহন লিমিটেডের একটি বাস ফার্মগেট ফুটওভার ব্রিজের কাছে ক্রিকেটার শহীদুল ইসলামের মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে আহত হন। পেছনে থাকা তার বন্ধু আফজাল হোসেনও আহত হন।

খবর পেয়ে তেজগাঁও থানার পুলিশ ঘটনাস্থল থেকে শহীদুল ও আফজালকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শহীদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

সালাহউদ্দিন মিয়া বলেন, রাতে এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। ঘাতক বাসটির চালককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved