শিরোনাম :
১০৩ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি মনোনয়ন প্রত্যাখ্যান করলেন বগুড়া-৩ আসনের ফিরোজ তারেককে না মানা বিএনপি নেতারা নির্বাচনে আসবেন: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের ৩ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে নির্বাচনে মাঠে ৮ শতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউক্রেনে আরও ৩ হাজার সেনা পাঠাবেন রমজান কাদিরভ স্কুলে ভর্তির ডিজিটাল লটারির ফল দেখবেন যেভাবে রাশিয়া-ইউক্রেনে ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎবিচ্ছিন্ন ২০ লাখ মানুষ বিএনপি নেতা সোহেলের বাসায় পুলিশ পরিচয়ে তল্লাশি দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ খালেদা জিয়ার উপদেষ্টাসহ বিএনপির দুই কেন্দ্রীয় নেতা বহিষ্কার খুলনায় ইপিজেডের বাসে আগুন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পাপুয়া নিউ গিনি গাজায় নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়ালো

ফাইনালে জকোভিচ

  • শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক : এক বছরে তিনটি করে গ্র্যান্ড স্লাম শিরোপা দুইবার জিতেছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। ২০১১ ও ২০১৫ সালে তার সাফল্য পূর্ণতা পায়নি ফ্রেঞ্চ ওপেন জিততে না পারার কারণে। তবে চলতি বছর পুরো চারটি গ্র্যান্ড স্লাম জয়ের দ্বারপ্রান্তে জোকারখ্যাত এ টেনিস তারকা।

শনিবার সকালে ইউএস ওপেন টেনিসের সেমিফাইনালে অ্যালেক্সান্ডার জভেরেভক ৩-২ সেটে হারিয়ে ফাইনালে উঠে গেছেন শীর্ষ বাছাই জকোভিচ। শিরোপা জিততে তার সামনে এখন একমাত্র বাধা বিশ্বের দুই নম্বর বাছাই রাশিয়ান তারকা দানিল মেদভেদ।

এরই মধ্যে চলতি বছর উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতে নিয়েছেন জকোভিচ। এবার ফাইনালে মেদভেদের বিপক্ষে জয় পেলেই বছরে চার গ্র্যান্ড স্লাম জয়ের দুর্দান্ত কৃতিত্ব অর্জন করবেন তিনি।

সেমিফাইনাল ম্যাচটি মোটেও সহজ ছিল না জকোভিচের জন্য। প্রথম সেটেই তিনি হেরে যান ৪-৬ গেমে। তবে পরের দুই সেট যথাক্রমে ৬-২ ও ৬-৪ গেমে জিতে লিড নেন তিনি। চতুর্থ সেট আবার ৪-৬ গেমে জেতেন জভেরেভ।

ম্যাচ নির্ধারণী শেষ সেটে আর পেরে ওঠেননি বিশ্বের চতুর্থ বাছাই জার্মান তারকা। শেষ সেটটি ৬-২ গেমে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেন জোকার।

অন্যদিকে ফাইনালে পৌঁছতে তেমন বেগ পেতে হয়নি মেদভেদকে। বিশ্বের ১২ নম্বর তারকা কানাডিয়ান ফেলিক্স অগার অ্যালিয়াসিমের বিপক্ষে সরাসরি সেটেই জিতেছেন তিনি। প্রথম সেটে ৬-৪ গেমে জেতার পর ৭-৫ ও ৬-২ গেমে পরের দুই সেট জিতে ম্যাচ নিশ্চিত করেন মেদভেদ।

এখন ফাইনাল ম্যাচে মেদভেদকে হারাতে পারলে বিশ্বের মাত্র ষষ্ঠ টেনিস খেলোয়াড় হিসেবে এক বছরে পুরো চারটি গ্র্যান্ড স্লাম জিতবেন জকোভিচ।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved