শিরোনাম :
ইতিহাস গড়ে প্রোটিয়াদের হারাল বাংলাদেশ চাঁদাবাজ ও মাস্তানদের গ্রেপ্তারে ইসির নির্দেশ একদিনে ১৭ হাজার কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক বিএনপির অফিসে তালা ঝুলিয়ে সরকার নির্বাচনের নামে তামাশার উৎসব করছে: ডা. ইরান ২৪ ঘণ্টায় ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত প্রশাসনে রদবদল ইসির নজিরবিহীন হাস্যরসোদ্দীপক নাটিকা: রিজভী যুবদলের মিছিলে বোমা নিক্ষেপের অভিযোগ ৩৭ দিনে সারাদেশে ২৩৮টি যানবাহনে আগুন বছর শেষে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে সূচক বাড়লেও কমেছে লেনদেন অবরোধ সফলে সেগুনবাগিচায় যুবদলের বিক্ষোভ ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানী নিহত বিএনপি না এলেও নির্বাচন একতরফা নয়, লড়াই হবে ২৯ দলের: কাদের স্টেশন ছেড়ে গন্তব্যে পৌছাতে পারবে না নির্বাচনী ট্রেন : ১২ দলীয় জোট ‘১০ ডিসেম্বর সমাবেশ করতে আ.লীগকে ইসির অনুমতি নিতে হবে’

প্লাজেনের বিপক্ষে সান্ত্বনার জয় পেয়েছে বার্সা

  • বুধবার, ২ নভেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগ থেকে শেষ ম্যাচেই বিদায় নিশ্চিত হয়েছিল বার্সেলোনার। টানা দ্বিতীয়বারের মতো ইউরোপা লিগে খেলবে বার্সা। তাই মঙ্গলবার রাতের ম্যাচটি তাদের জন্য ছিলো শুধু নিয়মরক্ষার। তবে এমন ম্যাচে এসে ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে কাতালানরা।

প্লাজেনের মাঠে নিয়মিত স্ট্রাইকার রবার্ট লেভানডস্কিকে ছাড়া খেলতে নামে জাভির শিষ্যরা। তবে তার অভাব বোধ করেনি দল। শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরে কাতালানরা।

ম্যাচ শুরুর ৬ মিনিটের মাথায় গোলও পেয়ে যায় বার্সেলোনা। আনসু ফাতির নেওয়া শট প্লাজেন গোলরক্ষক ঠেকিয়ে দিলেও হাতে জমাতে পারেননি।ফিরে আসা বলে আলতো ছোঁয়ায় জালে জড়ানোর কাজটি সম্পন্ন করেন আলেনসো।

প্রথমার্ধের শেষ দিকে ফেরার তোরেসের গোলে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। এতে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জাভির দল।

বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় প্লাজেন। দ্বিতীয়ার্ধের মাত্র ৬ মিনিটের মাথায় স্পট কিকে ভিক্টোরিয়াকে ম্যাচে ফেরান চোরি। তবে তিন মিনিট পর তোরেস করে বসেন আরেক গোলে। আর এতেই ম্যাচে অবস্থান শক্ত করে বার্সা।

৬৩ মিনিটে চোরি নিজের দ্বিতীয় গোল করলে জমে উঠে ম্যাচ। ৭৫ মিনিটের মাথায় রাফিনিয়ার এসিস্ট থেকে গোল করেন পাবলো তরে। এরপর দুই দলই আক্রমণ চালিয়ে গোলের চেষ্টা করে সফল হয়নি। এতে ৪-২ গোলের জয় নিয়ে প্লাজেনের মাঠ ছাড়ে কাতালানরা।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved