মাদারীপুর : মাদারীপুরে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক ছাত্রীকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত যুবক নিজেই ভুক্তভোগীকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৩ অক্টোবর) রাত ১১টায় এ ঘটনায় মাদারীপুর সদর থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।
জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী রোববার দুপুরে ব্যবহারিক পরীক্ষা খাতার দেখানো জন্যে বিদ্যালয় আসেন। এ সময় প্রেমের সম্পর্কের সুবাদে অভিযুক্ত যুবক (২২) কৌশলে ভুক্তভোগীকে মাদারীপুর পৌর শহরের পুরান বাজার এলাকায় একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। পরে বিকেলে ৫টার দিকে নেশাদ্রব্য খাইয়ে অচেতন করে একাধিক বার ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী ছাত্রীর প্রচণ্ড রক্তক্ষরণ হয়। এক পর্যায়ে একই দিন রাত ৯টার দিকে বখাটে ভুক্তভোগীকে নিজেই মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এসে পালিয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে রাতে ভুক্তভোগীর পরিবার ও সদর থানা পুলিশ হাসপাতালে ছুটে আসেন।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, প্রায় এক বছর ধরে অভিযুক্ত যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। সে ব্যবহারিক পরীক্ষার খাতার দেখানোর জন্যে বিদ্যালয় আসলে, ঘুরতে আসার কথা বলে পুরান বাজারের একটি হোটেলে নিয়ে যায়। পরে সেখানে তাকে একটি বোতলে পানি খেতে দেয়। খাওয়ার কিছু সময় পরেই অচেতন হয়ে যাই। এখন অভিযুক্ত যুবক বিয়ে করলে কোনও আপত্তি নেই। না হলে এ ঘটনার কঠোর বিচার দাবী করি।
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, সোমবার রাতে এ খবর পেয়ে সদর হাসপাতালে গিয়ে একজন এসআই খোঁজ-খবর নিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।