শিরোনাম :
এবার যুক্তরাষ্ট্র থেকে এলএনজি কিনছে সরকার দুর্যোগ মোকাবিলায় বিশ্বে বাংলাদেশ রোল মডেল : দুর্যোগ প্রতিমন্ত্রী বিএনপির মধ্যে ভয়ংকর সংকট চলছে : তথ্যমন্ত্রী ডিএসইতে লেনদেন নামল ৩০০ কোটির নিচে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকায় দেশে এত উন্নয়ন : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে ভ্রমণ ভিসা গেলেই চাকরির সুযোগ মানহানির মামলায় রুহুল গান্ধীর ২ বছরের জেল বাতাসের নিম্ন মানে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান সপ্তম স্বাধীনতা পুরস্কার পেলেন ১০ ব্যক্তি-প্রতিষ্ঠান ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৮ সূচকের উত্থানে লেনদেন চলছে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, আদালতে ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি টেকসই পানি ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক অর্থায়ন চান পররাষ্ট্রমন্ত্রী নবম শ্রেণির শিক্ষার্থীর হাতে দশম শ্রেণির দুই শিক্ষার্থী খুন আজ বিশ্ব আবহাওয়া দিবস

প্রায় ৫২ কোটি টাকার মালিক, শাহরুখের ম্যানেজার পূজার কাজ কি

  • সোমবার, ৮ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি। এই নারী বছরে যেই পরিমাণ অর্থ আয় করেন, অনেক ব্যবসায়ীও এত টাকা রোজগার করতে পারেন না। একটি সূত্রে জানা যায়, পূজার সম্পত্তির পরিমাণ ৪৫ কোটি রুপিরও বেশি! যেটা বাংলাদেশী মুদ্রায় ৫২ কোটি টাকারও বেশি। যদিও এই সম্পূর্ণ অর্থ বেতন হিসেবে শাহরুখের কাছ থেকে পেয়েছেন কিনা, তা নিশ্চিত জানা যায়নি। কেননা পূজার স্বামীর গয়নার ব্যবসা রয়েছে। সেখানেও তিনি যুক্ত রয়েছেন। ওই খাত থেকেও তার আয় থাকতে পারে।

শাহরুখের ছেলে আরিয়ান মাদক মামলায় গ্রেফতার হওয়ার পর পূজার নামটি বারবার উঠে এসেছে আলোচনায়। প্রতি শুনানিতে আদালতে হাজির হওয়া, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে শাহরুখকে জানানো, এসবের সুবাদে চর্চায় ছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, শাহরুখ তার এই ম্যানেজারের ওপর অনেক বেশি ভরসা করেন। ২০১২ সাল থেকেই পূজা তার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। কিং খানের যাবতীয় কাজের দেখভাল করেন এই নারী। শাহরুখের স্পোর্টস টিম কলকাতা নাইট রাইডার্স-এরও যাবতীয় বিষয় তার নখদর্পণে থাকে। দেশে কিংবা বিদেশে, অভিনেতা যেখানেই যান না কেন, পূজা থাকেন তার সঙ্গে।

পূজা দাদলানির জন্ম ১৯৮৩ সালের ২ নভেম্বর মুম্বাইয়ে। এইচ আর কলেজ অব কমার্স অ্যান্ড ইকোনমিকস থেকে স্নাতক শেষে সাংবাদিকতা নিয়েও পড়াশোনা করেছেন তিনি। শাহরুখের ম্যানেজার হওয়ার পর অন্য কোনো তারকার সঙ্গে কাজ করার কথা চিন্তাই করেননি পূজা। শাহরুখের মাথায়ও কখনো তাকে বাদ দেয়ার চিন্তা আসেনি। কেননা পেশাগত কাজের বাইরে তারা পারিবারিকভাবেও বেশ ঘনিষ্ঠ হয়ে গেছেন।

শাহরুখের পরিবারের সঙ্গে পূজার সখ্য দারুণ। আবার পূজার পরিবারের খোঁজ-খবরও রাখেন কিং খান। পূজার প্রতি জন্মদিনে দামি দামি উপহার দেন শাহরুখ। মজার ব্যাপার হলো, শাহরুখ ও পূজার জন্মদিনও একই!

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved