দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুর নতুন বাজার সবজি মার্কেট সন্নিকটস্থ এক বাসায় জুনায়েদ বাবু (১৬) নামে এক কিশোর মোবাইল ফোনে বার্তা পোস্ট করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে। এ সময়ে বাসায় কেউই ছিলো না। বাবা জমি দেখতে যায়, মা ঢাকায় ও বাড়ির কাজের লোক অনত্র ছিল।
জানা যায়, ঐদিন জুনায়েদ বাড়িতে কেউ না থাকার সুবাদে বাহিরের কেচি গেটসহ ভিতরের বেশ কয়েকটি ঘরের দরজা তালা বন্ধ করে একটি ঘরে গলায় রশি দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। বন্ধু-বান্ধবরা মোবাইল ফোনের পোস্ট দেখে বাড়িতে গিয়ে বাহিরের কেচি গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ভিতর থেকে লক করা একটি ঘরের দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এরপর বাঁচারবার চেষ্টায় রশি কেটে নামিয়ে প্রথমত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান কার চিকিৎসকরা তাকে তৎক্ষণাত মৃত ঘোষনা করে বলেন, অনেক আগেই সে মারা গেছে। জুনায়েদ বাবু এবারের এসএসসি পরীক্ষা দিয়েছে। ছাত্র ভালো ছিল। গোল্ডেন এ প্লাস পেতে পারে পারিবারিক সুত্রে বলা হয়েছে। আত্মহত্যার সঠিক কারন জানা যায় নি। সে শহরের সনামধন্য সলেহ ডাক্তারের নাতি এবং মেজো ছেলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন বাবুর একমাত্র সন্তান। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান।
এ ব্যাপারে মডেল থানার এসআই জসীম উদ্দিনের সাথে কথা হলে জানান, ঘটনাস্থলে গিয়ে দেখি তাকে দিনাজপুরে নিয়ে যাওয়া হয়েছে। তার মৃত্যু হয়েছে, সব আইনী প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
গতকাল রোববার রাত ১১টায় লাশ বাড়িতে পৌছে এবং সোমবার বেলা ১১টার দিকে তার দাফন কাজ সম্পন্ন করা হয়। এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় একটি ইউডি মামলা হয়েছে।