স্পোর্টস ডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। পাওয়ারপ্লেতে দুই ব্যাটারকে হারিয়ে ব্যাকফুটে সাকিব বাহিনী।
দিনের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। শুরুতেই সৌম্যর উইকেট হারায় বাংলাদেশ। শূন্য রানে মুজারাবানির বলে উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। এরপর নাজমুল শান্তর সাথে রান তুলতে থাকেন লিটন দাস। তবে লিটন রানের খাতা বড় করতে পারে নি।
মুজারাবানির বলে আবারও ক্যাচ তুলে দেন লিটন। ১২ বলে ১৪ রান করে সাজঘরে ফিরে যান এই ডানহাতি ব্যাটার। সবশেষ পাওয়ারপ্লেতে দুই উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৩২ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহে ছিল ৩৩ রানে দুই উইকেট।