ঢাকা: রাজধানীর পুরান পল্টনে জামান টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
শুক্রবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
তিনি জানান, পুরান পল্টনে জামান টাওয়ারের ১০ তলা ভবনের চতুর্থ তলা থেকে আগুন লাগে। ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।