শিরোনাম :
১০৩ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি মনোনয়ন প্রত্যাখ্যান করলেন বগুড়া-৩ আসনের ফিরোজ তারেককে না মানা বিএনপি নেতারা নির্বাচনে আসবেন: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের ৩ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে নির্বাচনে মাঠে ৮ শতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউক্রেনে আরও ৩ হাজার সেনা পাঠাবেন রমজান কাদিরভ স্কুলে ভর্তির ডিজিটাল লটারির ফল দেখবেন যেভাবে রাশিয়া-ইউক্রেনে ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎবিচ্ছিন্ন ২০ লাখ মানুষ বিএনপি নেতা সোহেলের বাসায় পুলিশ পরিচয়ে তল্লাশি দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ খালেদা জিয়ার উপদেষ্টাসহ বিএনপির দুই কেন্দ্রীয় নেতা বহিষ্কার খুলনায় ইপিজেডের বাসে আগুন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পাপুয়া নিউ গিনি গাজায় নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়ালো

পত্রিকা অফিসে ঢুকে সম্পাদকসহ ৩ সাংবাদিককে কুপিয়ে জখম

  • রবিবার, ৩ অক্টোবর, ২০২১

বরিশাল: বরিশালে একটি স্থানীয় দৈনিক পত্রিকা অফিসে ঢুকে পত্রিকাটির সম্পাদক আলম রায়হানসহ অন্তত ৩জনকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। শনিবার (২ অক্টোবর) রাতে নগরীর বটতলা এলাকায় অবস্থিত জেলা পরিষদের মার্কেটের পেছনে ‘দৈনিক দখিনের সময়’ পত্রিকা কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

আহত আলম রায়হানকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার বা‌সিন্দা তৌহিদ, উজ্জ্বল, সিদ্দিকসহ অন্তত ১০ জন অত‌র্কিতভাবে দখিনের সময়ের অফিসে গিয়ে হামলা করে। এ সময় উপস্থিত সাংবাদিকদের উপর চড়াও হন তারা। তাদের হামলায় দখি‌নের সময়ের বরিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের রিপোর্টার হাফিজ ও সরকা‌রি সৈয়দ হাতেম আলী কলেজ প্রতিনিধি মশিউরও আহত হন।

হাফিজ ও মশিউর জানায়, দুইজন শ্রমিক অফিসের সামনের জায়গাটায় পানি জমলে সেটি পরিষ্কার করার জন্য বালু ফেলেতেছিল। এ সময় তৌহিদসহ কয়েকজন এসে মারধর করে এবং সামনে একটি ডোবায় ধাক্কা দিয়ে ফেলে দেয় শ্রমিক‌দের। তাদেরকে উদ্ধারে এগিয়ে গেলে দ‌খি‌নের সময় প‌ত্রিকার সম্পাদক আলম রায়হানকে পিটিয়ে ও কু‌পি‌য়ে জখম করে। এরপর অ‌ফি‌সে ঢু‌কে আমা‌দের মারধর ক‌রে। গুরুতর অবস্থায় আলম রায়হানকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে‌ছে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম জানান, হামলাকা‌রীরা হামলার অভিযোগ করে পুলিশ‌কে খবর দিলেও ঘটনাস্থলে গিয়ে বিপরীত চিত্র দেখা যায়।

এই ঘটনায় মামলা গ্রহণ করা হবে উল্লেখ করে আসামিদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved